ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ অ্যামাজন তাদের বিজ্ঞাপন ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়াচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, কোম্পানিটি এক বছর আগে ঘৃণাত্মক বক্তব্য নিয়ে উদ্বেগের কারণে প্ল্যাটফর্ম থেকে তাদের বিজ্ঞাপন প্রত্যাহার করেছিল।
২০২৩ সালে অ্যাপলও এক্স থেকে তাদের সব বিজ্ঞাপন সরিয়ে নেয়। তবে সম্প্রতি তারা প্ল্যাটফর্মটিতে বিজ্ঞাপন পরীক্ষা করার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
এর আগে, এক্স-এ ইহুদিবিদ্বেষী একটি পোস্টে মাস্কের সমর্থনের পর বেশ কয়েকটি বিজ্ঞাপন সংস্থা, প্রযুক্তি ও গণমাধ্যম প্রতিষ্ঠান বিজ্ঞাপন বন্ধ করে দেয়। এর ফলে এক্স-এর মার্কিন বাজারে বিজ্ঞাপনী আয় মাস্কের মালিকানা গ্রহণের পর থেকে প্রতি মাসে অন্তত ৫৫% হ্রাস পেয়েছে। মাস্ক স্বীকার করেছিলেন যে, বিজ্ঞাপনদাতাদের দীর্ঘমেয়াদী বর্জন প্ল্যাটফর্মটিকে দেউলিয়া করে দিতে পারে।
এদিকে, ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচনের পর মাস্ক যুক্তরাষ্ট্রের “সরকারি ব্যয় দক্ষতা” বিভাগের নেতৃত্ব দিচ্ছেন, যার লক্ষ্য সরকারি ব্যয় ২ ট্রিলিয়ন ডলার কমানো।
সূত্র : রয়টার্স