শিশুদের নিয়ে সম্ভাবনার শীত উৎসব অনুষ্ঠিত

সংগঠন ‘সম্ভাবনা’ বিনামূল্যে আইটি প্রশিক্ষণ ও হস্তশিল্প প্রশিক্ষণের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করতে সম্ভাবনা নিরলসভাবে কাজ করছে।

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মিরপুরে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য দ্বাদশবারের মতো আয়োজন করা হলো সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সম্ভাবনা’র ‘পুষ্পকলিদের শীত উৎসব’। ১৫ জানুয়ারি শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের ৫ নম্বর গেটে আয়োজিত এ উৎসবে প্রায় ৩০০ শিশু অংশ নেয়। উৎসবে ছিল পিঠা-পুলি খাওয়া, শীত নিবারণের জন্য জ্যাকেট বিতরণ, পাপেট শো এবং শিশুদের নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা।

অনুষ্ঠানে সম্ভাবনার পৃষ্ঠপোষক সোনালী ব্যাংকের চেয়ারম্যান মো. মুসলিম চৌধুরী, স্ট্যান্ডার্ড গ্রুপের নির্বাহী পরিচালক মো. তোফাজ্জল আলী, এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সচিব মো. নুরুন নবী তালুকদারসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্ভাবনার প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম জানান, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য উৎসব আয়োজনের পাশাপাশি শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ৫,০০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

২০১১ সালে প্রতিষ্ঠিত সম্ভাবনা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে আসছে। সংগঠনটি শিক্ষায় পিছিয়ে থাকা শিশুদের জন্য ‘পুষ্পকলি স্কুল’, নারীদের দক্ষতা উন্নয়নে ‘অনিন্দিত নারী’, এবং যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে ‘স্বনির্ভর’ প্রকল্প পরিচালনা করছে। এছাড়া, বিনামূল্যে আইটি প্রশিক্ষণ ও হস্তশিল্প প্রশিক্ষণের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করতে সম্ভাবনা নিরলসভাবে কাজ করছে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন