টেকভিশন২৪ ডেস্ক: ২০২৪ সালে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং বিশ্বব্যাপী ২২ কোটি ৩৫ লাখ স্মার্টফোন বিক্রি করেছে, যা মোট স্মার্টফোন বিক্রির ১৯.৪ শতাংশ। বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) প্রতিষ্ঠানটি পাঁচ কোটির বেশি স্মার্টফোন বিক্রি করেছে। যদিও এ বিক্রি আগের প্রান্তিক ও আগের বছরের একই সময়ের তুলনায় কম, তবুও স্যামসাং এখনও বিশ্বের শীর্ষ তিন স্মার্টফোন ব্র্যান্ডের মধ্যে রয়েছে।
জার্মান গবেষণা প্রতিষ্ঠান স্ট্যাটিস্টার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি ১২০ কোটি ইউনিট ছাড়িয়েছে। বাজারে স্যামসাং ও অ্যাপল শীর্ষে থাকলেও, হুয়াওয়ের পতনের পর শাওমি উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। এই তিন কোম্পানি সম্মিলিতভাবে বাজারের ৫০ শতাংশের বেশি দখলে রেখেছে।
স্যামসাং ২০০৯ সালে ‘গ্যালাক্সি’ সিরিজ উন্মোচনের পর থেকে ধারাবাহিকভাবে শীর্ষ ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। বিশ্লেষকরা মনে করেন, কোম্পানিটির সাশ্রয়ী গ্যালাক্সি এ ও এম সিরিজ এবং প্রিমিয়াম এস ও জেড সিরিজের কারণে এটি সব শ্রেণির গ্রাহকের কাছে জনপ্রিয় হয়েছে। স্মার্টফোন বাজার সম্প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে স্যামসাং বিশ্বব্যাপী তাদের শক্ত অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।