টেকভিশন২৪ ডেস্ক: গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ সান্তোরিনিতে সাম্প্রতিক কয়েক দিনে ২০০টির বেশি ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে সোমবার থেকে দ্বীপের সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে বাসিন্দাদের বড় ইনডোর জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ছবির তোলার জন্য আকর্ষণীয় হওয়ায় দ্বীপটি বিশ্বব্যাপী ইনস্টাগ্রাম দ্বীপ হিসেবেও পরিচিত।
গত শুক্রবার থেকে রবিবারের মধ্যে সান্তোরিনি ও আমোরগোসের মধ্যবর্তী অঞ্চলে ২০০টির বেশি ভূমিকম্প শনাক্ত করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল ৪.৬ মাত্রার কম্পন। ভূমিকম্পের কারণে সান্তোরিনির ফিরা শহরের পুরাতন বন্দরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় যেতে নিষেধ করা হয়েছে।
সান্তোরিনি দীর্ঘদিন ধরেই ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। দ্বীপটি একাধিক ভূমিকম্প ফাটলের ওপর অবস্থিত হওয়ায় মাঝেমধ্যেই এখানে কম্পন অনুভূত হয়। তবে এটি পর্যটকদের আকর্ষণ কমায়নি। প্রতিবছর প্রায় ৩৪ লাখ পর্যটক এখানে আসেন, যেখানে দ্বীপটির স্থায়ী বাসিন্দা মাত্র ২০ হাজার।
রবিবার জরুরি কমিটি বৈঠক করে পরিস্থিতি মূল্যায়ন করেছে এবং সোমবার আরেকটি বৈঠকের পরিকল্পনা রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক ভূমিকম্পগুলো টেকটোনিক গতিবিধির কারণে হচ্ছে, যা আগ্নেয়গিরির সক্রিয়তার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়।
সান্তোরিনি গ্রিসের হেলেনিক আগ্নেয়গিরি চক্রের অংশ, যা ইউরোপের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি অঞ্চল। এখানে গত ৪ লাখ বছরে ১০০টিরও বেশি অগ্ন্যুৎপাত হয়েছে। দ্বীপটি প্রায় ৩,৬০০ বছর আগে ভয়াবহ অগ্ন্যুৎপাতে সৃষ্টি হয়েছিল, যা বিশ্ব ইতিহাসের অন্যতম বড় বিস্ফোরণ হিসেবে বিবেচিত।
সূত্র: সিএনএন