টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ২৮ থেকে ৩০ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন, ঢাকা, বাংলাদেশের সহ-অর্থায়নে ইরাসমাস+ স্কয়ারস প্রকল্পের পূর্ণাঙ্গ কনসোর্টিয়াম মিটিং ২০২৫ এর আয়োজন করেছে। ইতালি, এস্তোনিয়া, পোল্যান্ড, ভুটান, নেপাল, বাংলাদেশ এবং পাকিস্তানের প্রতিনিধিরা প্রকল্পের আপডেট নিয়ে আলোচনা করতে, শিক্ষা এবং একাডেমিক মানের দক্ষতার সর্বোত্তম অনুশীলন ভাগ করে নিতে এ কনসোর্টিয়াম মিটিং এ যোগদান করেন।
প্রথম দিনের শুরুতে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম মাহাবুব-উল হক মজুমদার, ডিআইইউ-এর প্রাসঙ্গিক একাডেমিক বিশেষজ্ঞ, প্রকল্প সমন্বয়কারী, প্রকল্প অংশীদারদের প্রতিনিধি এবং আরও অনেকের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
সাসটেইনেবিলিটি অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স ফর একাডেমিক গভর্নেন্স অ্যান্ড রিডিজাইন ইঞ্জিনিয়ারিং স্টাডিজ (স্কয়ারস) ইরাসমাস+ সিবিএইচই কেএ২-এর প্রকল্পের লক্ষ্য হলো ট্রান্সভার্সাল প্রবর্তনের মাধ্যমে নেপাল, ভুটান, বাংলাদেশ এবং পাকিস্তানের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান (এইচইআই), শিল্প এবং চাকরির বাজারের মধ্যে দক্ষতার ঘাটতি দূর করা। এনার্জি, সিভিল, এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি গুনগত ম্যানেজমেন্ট সিস্টেম বাড়ানোর দক্ষতা (ওএমএস) কোর্স উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা নিশ্চিত করা।