৪৮ ঘন্টা বন্ধ থাকবে তিতাসের প্রি-পেইড কার্ড রিচার্জ

টেকভিশন২৪ ডেস্ক: সার্ভারের কারিগরি রক্ষণাবেক্ষণের জন্য ‘উপায়’ এজেন্টের মাধ্যমে তিতাসের প্রি-পেইড গ্যাস কার্ড রিচার্জ সেবা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে। শুক্র ও শনিবার (৪-৫ অক্টোবর) এই সেবা পাওয়া যাবে না বলে গ্রাহকদের আগেই রিচার্জ করে রাখার আহ্বান জানিয়েছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বুধবার (২ অক্টোবর) বিকেলে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে প্রি-পেইড মিটারযুক্ত আবাসিক গ্রাহদের গ্যাস কার্ড রিচার্জ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন