টেকভিশন২৪ ডেস্ক: ইলন মাস্ক ও তার প্রতিষ্ঠান টেসলার বিরুদ্ধে শেয়ারহোল্ডাররা সিকিউরিটিজ জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, টেসলা তাদের স্বয়ংক্রিয় চালনা প্রযুক্তি, বিশেষ করে রোবোট্যাক্সি, বিপজ্জনক হওয়ার ঝুঁকি গোপন করেছে।
মামলাটি সোমবার রাতে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনের ফেডারেল কোর্টে দায়ের হয়। এর আগে জুনের শেষের দিকে রোবোট্যাক্সির প্রথম প্রকাশ্য পরীক্ষায় গাড়িগুলোকে অতিরিক্ত গতিতে চলা, হঠাৎ ব্রেক করা, ফুটপাত পার হওয়া, ভুল লেনে প্রবেশ করা এবং বহুলেনের রাস্তায় মাঝপথে যাত্রী নামানোর ঘটনা দেখা যায়।
এই পরীক্ষার পর দুই দিনে টেসলার শেয়ারের দাম ৬.১% কমে যায়। শেয়ারহোল্ডারদের অভিযোগ, প্রতিষ্ঠানটি স্বয়ংক্রিয় চালনা প্রযুক্তির সক্ষমতা বাড়িয়ে দেখিয়েছে, ফলে ব্যবসায়িক সম্ভাবনা ও শেয়ারের দাম কৃত্রিমভাবে বেড়েছে। মামলায় ২০২৩ সালের ১৯ এপ্রিল থেকে ২০২৫ সালের ২২ জুন পর্যন্ত সময়ের শেয়ারহোল্ডারদের জন্য অনির্দিষ্ট ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
টেসলা এখনো এ বিষয়ে কোনো মন্তব্য জানায়নি।