টেকভিশন২৪ ডেস্ক: রাশিয়ার একটি আদালত ইউটিউবে রুশ সেনাদের আত্মসমর্পণের নির্দেশনা সংবলিত ভিডিও থাকার অভিযোগে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটকে ৩৮ লাখ রুবল (প্রায় ৪১,৫৩০ মার্কিন ডলার) জরিমানা করেছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির সংবাদ সংস্থা ট্যাস এ তথ্য জানিয়েছে।
রাশিয়া বেশ কয়েক বছর ধরে বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে এমন কনটেন্ট সরানোর নির্দেশ দিয়ে আসছে, যা তাদের মতে বেআইনি বা ‘ভুয়া’ তথ্য ছড়ায়। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত তথ্যে কড়াকড়ি আরোপ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দেশনা মানতে ব্যর্থ হলে এসব প্রতিষ্ঠানকে নিয়মিত ছোট অঙ্কের জরিমানা করা হয়।
এ বিষয়ে গুগলের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সমালোচকদের অভিযোগ, রুশ কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে ইউটিউবের ডাউনলোড গতি কমিয়ে দিচ্ছে, যাতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার সরকারের সমালোচনা করা ভিডিওগুলো রাশিয়ানদের জন্য দেখা কঠিন হয়ে পড়ে। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ইউটিউবের ধীরগতির কারণ গুগলের নিজস্ব প্রযুক্তিগত ব্যর্থতা, যা গুগল ও প্রযুক্তিবিদরা প্রত্যাখ্যান করেছেন।
গত ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট পুতিন গুগলকে মার্কিন সরকারের রাজনৈতিক হাতিয়ার বলে অভিহিত করেন।
সূত্র : রয়টার্স