টেকভিশন২৪ ডেস্ক: রাশিয়া শীতকালীন মাসগুলোতে বিদ্যুৎ সংকট এড়াতে সাইবেরিয়ার কয়েকটি অঞ্চলে ক্রিপ্টোকারেন্সি মাইনিং নিষিদ্ধ করেছে। এছাড়া ইউক্রেনের দখলকৃত এলাকাগুলোতেও এই কার্যক্রম সীমিত করা হয়েছে, যেখানে বিদ্যুৎ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরকারি কমিশনের ঘোষণা অনুযায়ী, লেক বাইকাল অঞ্চলের তিনটি এলাকায় এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। এই এলাকাগুলোতে সস্তা বিদ্যুতের কারণে ক্রিপ্টোকারেন্সি মাইনিং সম্প্রতি জনপ্রিয়তা লাভ করেছে।
ইউক্রেনের দখলকৃত অঞ্চলে বিদ্যুৎ সংকট আরও তীব্র হয়েছে, যেখানে রাশিয়ার ২০২২ সালের অভিযান থেকে অবকাঠামোর বড় ক্ষতি হয়েছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, রাশিয়ায় ক্রিপ্টোকারেন্সি মাইনিং বছরে প্রায় ১৬ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ ব্যবহার করে, যা দেশের মোট বিদ্যুৎ খরচের প্রায় ১.৫ শতাংশ। ঠান্ডা জলবায়ু এলাকাগুলোর জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ তৈরি করছে।
যুক্তরাষ্ট্র, চীন, কাজাখস্তান এবং কানাডার পাশাপাশি রাশিয়া ক্রিপ্টো-মাইনিংয়ে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ। চলতি বছর রাশিয়া একটি নতুন আইন প্রণয়ন করেছে যা মাইনিং কার্যক্রমকে নিয়ন্ত্রণ এবং করারোপ করেছে। এই কর থেকে বছরে প্রায় ২০০ বিলিয়ন রুবল (২ বিলিয়ন ডলার) সংগ্রহের আশা করছে দেশটি।
সূত্র : রয়টার্স