টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল জানিয়েছে, তাদের ই–বিজনেস স্যুট ব্যবহারকারীরা হ্যাকারদের কাছ থেকে চাঁদাবাজির ইমেইল পাচ্ছেন। এর আগে বুধবার গুগল যে সতর্কবার্তা দিয়েছিল, বৃহস্পতিবার ওরাকল সেটি নিশ্চিত করেছে। খবর রয়টার্স।
একটি ব্লগপোস্টে ওরাকল জানায়, হ্যাকাররা পূর্বে শনাক্ত হওয়া সফটওয়্যার দুর্বলতাকে কাজে লাগাতে পারে বলে তাদের তদন্তে উঠে এসেছে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের দ্রুত পণ্য হালনাগাদ করার পরামর্শ দিয়েছে।
এই ঘটনায় কতজন গ্রাহক আক্রান্ত হয়েছেন সে বিষয়ে ওরাকল বিস্তারিত জানায়নি। গুগল এই ঘটনাটিকে “বৃহৎ পরিসরের” বলে উল্লেখ করেছে, তবে নির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান হ্যালসিওন–এর র্যানসমওয়্যার রিসার্চ সেন্টার–এর প্রধান সিনথিয়া কাইজার রয়টার্সকে জানান, তাদের পর্যবেক্ষণে হ্যাকারদের দাবিকৃত অর্থের পরিমাণ কয়েক মিলিয়ন থেকে কয়েক দশক মিলিয়ন ডলার পর্যন্ত, যার মধ্যে সর্বোচ্চ দাবি ছিল ৫০ মিলিয়ন ডলার।
গুগল যেই ক্লপ র্যানসমওয়্যার গ্রুপকে এই অভিযানের সঙ্গে যুক্ত রয়েছে বলে জানিয়েছে, তারা রয়টার্সকে জানায় যে “ওরাকল ভুল করেছে,” তবে বিস্তারিত আলোচনায় তারা প্রস্তুত নয়।
নিরাপত্তা গবেষকদের মতে, ক্লপ দীর্ঘদিন ধরেই রাশিয়ার সঙ্গে সম্পর্কিত বা রুশভাষী একটি গ্রুপ হিসেবে পরিচিত। এটি একটি “র্যানসমওয়্যার–অ্যাজ–আ–সার্ভিস” গ্রুপ, অর্থাৎ তারা তাদের সফটওয়্যার ও অবকাঠামো ভাড়া দিয়ে অন্য সাইবার অপরাধীদের কাছে থেকে অংশ নেয়।
জাপানি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো আগে ক্লপকে “নিত্য পরিবর্তনশীল কৌশলের পথিকৃত” বলে অভিহিত করেছিল।