ওপেনএআইয়ের ‘ও৩’ রিজনিং মডেলের পরীক্ষামূলক সংস্করণ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ওপেনএআই শুক্রবার ঘোষণা করেছে যে তারা নতুন রিজনিং এআই মডেল ‘ও৩’ এবং ‘ও৩ মিনি’ পরীক্ষামূলক পর্যায়ে নিয়ে এসেছে। গুগলসহ অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে প্রতিযোগিতার অংশ হিসেবে এই মডেলগুলো তৈরি করা হয়েছে, যা জটিল সমস্যার সমাধানে আরও দক্ষ হবে।

ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান জানিয়েছেন, ‘ও৩ মিনি’ জানুয়ারির শেষ নাগাদ উন্মোচন করা হবে এবং এর পরে ‘ও৩’ এর পূর্ণাঙ্গ সংস্করণ প্রকাশ করা হবে। এই উন্নত মডেলগুলো আগের মডেলের তুলনায় বেশি কার্যকর হবে এবং নতুন বিনিয়োগ ও ব্যবহারকারীদের আকর্ষণ করবে।

ওপেনএআই সেপ্টেম্বর মাসে ‘ও১’ মডেল উন্মোচন করেছিল, যা জটিল প্রশ্নের উত্তর খুঁজতে বেশি সময় ব্যয় করে এবং বিজ্ঞান, কোডিং এবং গণিতে আগের মডেলগুলোর চেয়ে উন্নত সমাধান দিতে সক্ষম।

‘ও৩’ এবং ‘ও৩ মিনি’ মডেলগুলো বর্তমানে অভ্যন্তরীণ নিরাপত্তা পরীক্ষায় রয়েছে। ওপেনএআই জানিয়েছে, এগুলো ‘ও১’ মডেলের তুলনায় আরও শক্তিশালী হবে। প্রতিষ্ঠানটি জনসাধারণের উন্মোচনের আগে গবেষকদের জন্য একটি আবেদন প্রক্রিয়া চালু করেছে, যা ১০ জানুয়ারির মধ্যে শেষ হবে।

২০২২ সালের নভেম্বর মাসে চ্যাটিজপিটি উন্মোচনের পর এআই প্রযুক্তির ক্ষেত্রে প্রতিযোগিতা বেড়ে যায়। নতুন পণ্য চালু এবং জনপ্রিয়তার মাধ্যমে ওপেনএআই গত অক্টোবর মাসে ৬.৬ বিলিয়ন ডলার অর্থায়ন সংগ্রহ করেছে।

গুগলের মূল প্রতিষ্ঠান আলফাবেট ডিসেম্বরে তাদের এআই মডেল জেমিনির দ্বিতীয় প্রজন্ম প্রকাশ করেছে, যা এআই প্রযুক্তির দৌড়ে তাদের শীর্ষস্থানে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে।

সূত্র : রয়টার্স

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন