টেকভিশন২৪ ডেস্ক: চ্যাটজিপিটির মালিকানা প্রতিষ্টান ওপেনএআই তাদের কর্মীদের প্রায় ১.৫ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রির অনুমতি দিয়েছে, যা জাপানের সফটব্যাংক গ্রুপ কিনবে বলে সিএনবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, সফটব্যাংক সিইও মাসায়োশি সন ওপেনএআই’র বড় পরিমাণ শেয়ার কেনার জন্য আগ্রহী ছিলেন। এর আগেও সফটব্যাংক অক্টোবর মাসে ওপেনএআইতে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল, তখন কোম্পানির মূল্যায়ন ছিল ১৫৭ বিলিয়ন ডলার।
শেয়ার বিক্রির এই প্রস্তাবটি চলতি সপ্তাহেই সম্পন্ন হতে পারে। এর ফলে বর্তমান এবং প্রাক্তন কর্মীরা তাদের শেয়ার নগদে রূপান্তর করার সুযোগ পাবেন।
এ বিষয়ে ওপেনএআই এবং সফটব্যাংক কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে সিএনবিসি।