ফের নির্বাচিত হলে গুগলের বিচার চাইবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী নির্বাচরে ফের জয় পেলে গুগলের বিরুদ্ধে বিচার চেয়ে আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন। গুগলের বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ, মার্কিন এই সার্চ ইঞ্জিন জায়ান্ট তাঁর সম্পর্কে শুধু ‘খারাপ খবর’ প্রদর্শন করে। খবর রয়টার্স ও ইন্ডিপেনডেন্ট।

নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে করা পোস্টে তিনি দাবী করেছেন যে গুগল বেআইনীভাবে এমন একটি সিস্টেম ব্যবহার করছে যেখানে ‘ডোনাল্ড জে. ট্রাম্প’ সম্পর্কিত খারাপ খবরগুলোই কেবলমাত্র প্রকাশিত ও প্রদর্শিত হয়, যার মধ্যে বেশ কিছু খবর তৈরিই করা হয় এই উদ্দেশ্যে।

এছাড়া ট্রাম্প এও অভিযোগ করেন যে, নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস সম্পর্কিত সব ভালো খবরগুলো প্রচার করে থাকে এই জনপ্রিয় সার্চ ইঞ্জিনটি।

তিনি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হলে গুগলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা ব্যক্ত করে ট্রাম্প বলেন, “এটি একটি বেআইনী কাজ, এবং আশা করি বিচার বিভাগ (জাস্টিস ডিপার্টমেন্ট) নির্বাচনে এই স্পষ্ট হস্তক্ষেপের জন্য তাঁদের (গুগলের) বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করবে। যদি তা না হয়, আমি নির্বাচনে জয়লাভ করে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর আমাদের দেশের আইন অনুযায়ী সর্বোচ্চ স্তরে তাঁদের (গুগলের) বিচারের অনুরোধ জানাব।”

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন