টেকভিশন২৪ ডেস্ক: ছোট জায়গায় শক্তিশালী ডেস্কটপ পারফরম্যান্সের চাহিদা বেড়ে যাওয়ায় গিগাবাইট উন্মোচন করেছে তাদের নতুন মাদারবোর্ড গিগাবাইট বি৮৫০আই অরোস প্রো (মিনি-আইটিএক্স)। আকারে ছোট হলেও এটি গেমিং, সৃজনশীল কাজ এবং উচ্চক্ষমতার কম্পিউটার তৈরির জন্য উন্নত প্রযুক্তিতে তৈরি।
মিনি-আইটিএক্স ধাঁচের এই মাদারবোর্ডে রয়েছে এএমডি এএম৫ সকেট, যা রাইজেন ৭০০০, ৮০০০ ও ৯০০০ সিরিজ–এর প্রসেসর ব্যবহার করতে সক্ষম। এতে আছে দু’টি ডিডিআর৫ ডিআইএমএম স্লট, যার মাধ্যমে সর্বোচ্চ ১২৮ গিগাবাইট র্যাম ব্যবহার করা যায়।
স্টোরেজ সুবিধায় রয়েছে পিসিআইই ৫.০ এম.২ স্লট, পিসিআইই ৪.০ এম.২ স্লট এবং দুটি সাটা ৬ গিগাবিট/সেকেন্ড পোর্ট, যা দ্রুতগতির সলিড–স্টেট ড্রাইভ ও প্রচলিত হার্ডড্রাইভ একসঙ্গে ব্যবহারের সুযোগ দেয়। সংযোগ ব্যবস্থা হিসেবে রয়েছে ওয়াইফাই ৭ ও ২.৫ গিগাবিট ল্যান, সঙ্গে ইউএসবি টাইপ–সি, এইচডিএমআই ও ডিসপ্লে–পোর্ট সমৃদ্ধ আই/ও প্যানেল।
মাত্র ১৭×১৭ সেন্টিমিটার আকার হওয়ায় এটি ছোট কম্পিউটার কেসেও সহজে স্থাপন করা যায়। লিভিং রুম কম্পিউটার, হোম থিয়েটার ব্যবস্থাপনা বা ছোট আকারের গেমিং সেটআপের জন্য এটি উপযোগী বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান জানান, মাদারবোর্ডটি এখন দেশে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড–এর মাধ্যমে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের বাজারে এর মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ৪৩ হাজার টাকা।


