চিতলমারীতে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ৫১তম শাখার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি-এর ৫১তম চিতলমারী শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি, ২০২৫) বাগেরহাটের চিতলমারী উপজেলা মোড়ের আমিন টাওয়ারের প্রথম তলায় এই শাখা উদ্বোধন করা হয়।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আহমেদ ইসমত প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক কে. এম. তারিকুল, মো. আব্দুল মজিদ এবং উপব্যবস্থাপনা পরিচালক সচিন্দ্র নাথ সমাদ্দার।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও স্থানীয় ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন