টেকভিশন২৪ ডেস্ক: রোবোট্যাক্সির বাণিজ্যিক কার্যক্রম আরও বিস্তৃত করতে আগামী বছর থেকে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে অ্যামাজনের স্বচালিত যানবাহন প্রযুক্তিনির্ভর স্টার্ট-আপ প্রতিষ্ঠান জুক্স। সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
জুক্সের সহ-প্রতিষ্ঠাতা জেসি লেভিনসন জানিয়েছেন, বর্তমানে প্রতিষ্ঠানটির ফ্রেমন্টে একটি কারখানা রয়েছে। এর পাশাপাশি তারা ক্যালিফোর্নিয়ার বে এরিয়াতে আরও একটি নতুন কারখানা চালু করতে যাচ্ছে, যাতে উৎপাদন সক্ষমতা বাড়ানো যায়।
ইতোমধ্যে জুক্স ছয়টি মার্কিন শহরে পরীক্ষামূলকভাবে প্রায় দুই ডজন রোবোট্যাক্সি মোতায়েন করেছে। প্রতিষ্ঠানটি ২০২৫ সালের মধ্যেই লাস ভেগাস ও সান ফ্র্যান্সিস্কোতে রোবোট্যাক্সি চালু করার লক্ষ্য নির্ধারণ করেছে।
রোবোট্যাক্সি কার্যক্রম সহজ করতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন স্বচালিত যানবাহনের সুরক্ষা সংক্রান্ত নিয়মকানুন কিছুটা শিথিল করেছে। অ্যামাজনের পাশাপাশি গুগল, টেসলা ও জেনারেল মোটর্স-সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান রোবোট্যাক্সি প্রযুক্তি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।