ভিডিও এআই মডেল তৈরি করেছে অ্যামাজন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স জায়ান্ট অ্যামাজন একটি নতুন প্রজন্মের এআই মডেল তৈরি করেছে যা টেক্সটের পাশাপাশি ছবি এবং ভিডিও তৈরি করতে সক্ষম। দ্য ইনফরমেশনের প্রতিবেদন অনুযায়ী, এই উদ্যোগ অ্যামাজনকে এআই স্টার্টআপ অ্যানথ্রোপিকের ওপর নির্ভরতা কমাতে সাহায্য করবে।

এই নতুন মডেলটির কোডনাম ‘অলিম্পাস’, যা ছবি এবং ভিডিওর দৃশ্য বুঝতে সক্ষম এবং গ্রাহকদের সহজ টেক্সট প্রম্পট ব্যবহার করে নির্দিষ্ট দৃশ্য খুঁজে পেতে সাহায্য করবে।

গত সপ্তাহে অ্যামাজন অ্যানথ্রোপিকে আরও ৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এটি গত বছরের সেপ্টেম্বরে করা ৪ বিলিয়ন ডলারের অনুরূপ, যা জেনারেটিভ এআই প্রযুক্তিকে কাজে লাগাতে করা হয়েছিল।

অলিম্পাস মডেলটি আগামী সপ্তাহে বার্ষিক এডব্লিউএস রিইনভেন্ট কাস্টমার কনফারেন্সে ঘোষণা করা হতে পারে বলে সূত্র জানিয়েছে।

অ্যামাজন বর্তমানে গুগল, মাইক্রোসফট এবং ওপেনএআইয়ের মতো প্রতিদ্বন্দ্বীদের জেনারেটিভ এআই উন্নয়নে এগিয়ে যাওয়ার ধারণাকে চ্যালেঞ্জ করতে কাজ করে যাচ্ছে।

সূত্র : রয়টার্স

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন