টেকভিশন২৪ ডেস্ক: বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে আন্তর্জাতিক মানের প্রিন্টার ব্র্যান্ড ব্রাদার ঘোষণা করেছে বিশেষ বৈশাখী অফার। “ব্রাদার প্রিন্টারে বৈশাখী অফার” শীর্ষক এ ক্যাম্পেইনে গ্রাহকরা পাচ্ছেন নিশ্চিত উপহার এবং প্রিন্টিং খরচে উল্লেখযোগ্য সাশ্রয়ের সুযোগ।
অফারটি চলবে ১৫ এপ্রিল থেকে ১৫ মে ২০২৫ পর্যন্ত। এ সময়ে ব্রাদার টোনার বক্স সিরিজের যেকোনো প্রিন্টার ক্রয়ের মাধ্যমে গ্রাহকরা পাচ্ছেন ১,০০০ টাকা মূল্যের প্রাইজ বন্ড অথবা সমমূল্যের ক্যাশ ভাউচার, যা একেবারেই নিশ্চিত উপহার হিসেবে প্রদান করা হচ্ছে। এটি শুধুমাত্র একটি ডিসকাউন্ট অফার নয়; বরং নতুন বছরের উপহারস্বরূপ গ্রাহকদের প্রতি ব্রাদারের কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।
অফারের প্রধান সুবিধাসমূহ:
ব্রাদার টোনার বক্স সিরিজের যেকোনো প্রিন্টার কিনলেই ১,০০০ টাকা প্রাইজ বন্ড বা ক্যাশ ভাউচার
উন্নতমানের প্রিন্টার, যেখানে প্রতি পৃষ্ঠার প্রিন্টিং খরচ মাত্র ৫০ পয়সা
অফারের মেয়াদ: ১৫ এপ্রিল ২০২৫ থেকে ১৫ মে ২০২৫
ব্রাদারের পক্ষ থেকে জানানো হয়, এই অফার সীমিত সময়ের জন্য এবং নির্দিষ্ট স্টকের ভিত্তিতে প্রযোজ্য। তাই আগ্রহী গ্রাহকদের দ্রুত নিকটস্থ ব্রাদার অনুমোদিত বিক্রয় কেন্দ্র থেকে পছন্দের প্রিন্টার সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, ব্রাদার সবসময়ই গ্রাহকের প্রয়োজন ও সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। নববর্ষ উপলক্ষে ঘোষিত এই অফারটিও সেই ধারাবাহিকতারই অংশ, যেখানে একত্রিত হয়েছে গুণগত মান, অর্থনৈতিক সাশ্রয় এবং গ্রাহক সন্তুষ্টির অঙ্গীকার।