শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ২:৩০ অপরাহ্ণ
33 C
Dhaka

সামাজিক মাধ্যমে আলোচনায় ‘অপো এ৫ প্রো’

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট ডিভাইস উদ্ভাবনে অগ্রগণ্য ও বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি ‘অপো’, ব্র্যান্ডটির সর্বশেষ ‘এ৫ প্রো’ মোবাইল উন্মোচনের পর হতে ব্যবহারকারীদের প্রশংসায় ভাসছে। টেকসই হার্ডওয়্যার এর কারণে ডিভাইসটি ইতোমধ্যে টেক মার্কেটে সুপরিচিত পেয়েছে এবং গ্রাহকরা স্মার্টফোনটির স্থায়িত্ব ও টেকসইতা নিয়েও কথা বলছেন। মোবাইলটি ব্যবহারের ব্যক্তিগত অভিজ্ঞতাও অনেকে শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায় এবং প্রশংসা করছেন- ‘এ৫ প্রো’ এর পারফরম্যান্সের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে স্মার্টফোনটির ব্যবহারকারীরা বলছেন- এটি যেমন ড্রিলিং মেশনিও সহ্য করতে পারে, তেমনি ফোনটির ওপর দিয়ে গাড়ি চলে গেলেও টিকে যাবে ‘এ৫ প্রো’; অর্থ্যাৎ একবাক্যে সবাই মেনে নিচ্ছেন- অপোর ‘এ৫ প্রো’ ক্ষতিগ্রস্ত করা যেন প্রায় ‘অসম্ভব’।

ঢাকার মেরুল বাড্ডার বাসিন্দা- এমএসআই ইসমাইল বিন আলম  ‘এ৫ প্রো’কে নিয়ে তার গল্প শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম। তিনি একটি ভিডিও শেয়ার করেন। তার ভিডিওটি দ্রুতই অনলাইনে আলোচনায় আসে।

তিনি জানান, অপো ‘এ৫ প্রো’ ড্রপ-প্রুফ এবং সত্যিকার অর্থেই অসাধারণ। আরো জানান, যদিও ফোনটি আমার হাত থেকে পড়ে যায় এবং ফ্লোরে আঘাত লাগে; তবু একটি স্ক্র্যাচও স্মার্টফোনটিতে পড়েনি। স্ক্রিনটা ছিল পুরোপুরি অক্ষত। তার পোস্ট থেকে নিশ্চিতভাবে বলা যায়- ‘এ৫ প্রো’ সহজেই এ ধরনের চ্যালেঞ্জ সামলাতে পারবে।

দক্ষিণ যাত্রাবাড়ির রিয়াদ হোসাইন তার অভিজ্ঞতা শেয়ার করে জানান- যারা ঘরের বাইরে কর্মব্যস্ত থাকেন, তাদের জন্য এই স্মার্টফোনটি ‘পারফেক্ট’। তিনি আরো বলেন, আমি উচ্চ তাপমাত্রা, ধূলো, এমনকি বৃষ্টিতেও ডিভাইসটি ব্যবহার করেছি; কিন্তু কোনো বিঘ্ন বা ছন্দপতন হয়নি। নিঃসন্দেহে, এটি আমার সব ধরনের অ্যাডভেঞ্চারের সঙ্গী।

এছাড়া- মোহাম্মদপুরের সাদ মজুমদার জানান, যদি কেউ এমন একটি ফোন খুঁজতে থাকেন, যেটি দৈনন্দিন জীবনের চাপ সামলে নিতে পারবে; তাহলে এ স্মার্টফোনটি হতে পারে আপনার প্রথম পছন্দ। চাপ ও দুশ্চিন্তামুক্ত লাইফস্টাইল এর জন্য ‘এ৫ প্রো’ আল্টিমেট পছন্দ। ফোন ভাঙার ভয়ে আপনাকে অযথা ভাবতে হবে না।

পানির নিচে ফোনটিকে ব্যবহারের সক্ষমতাও সবার দৃষ্টি আকর্ষণ করেছে। লালবাগের বাসিন্দা জয় হোসাইন বলেন- দুর্ঘটনাক্রমে পানির নিচে ফোনটি পড়ে যায় কিন্তু কোনো ক্ষতি হয়নি। এমনকি আমি পানির নিচে ছবিও তুলেছি। অসম্ভব ভালো মানের স্পষ্ট ছবি এসেছে। যারা অনুকূল-প্রতিকূল যেকোনো পরিস্থিতিতে ছবি তুলতে পছন্দ করেন, এই ফোন তাদের জন্য গেমচেঞ্জার।

এই সপ্তাহের জনপ্রিয়

ফেসবুক পেজ ও আউটলেটে বেবি কেয়ার এন্ড কমফোর্ট

টেকভিশন২৪ ডেস্কঃ শিশু প্রসাধনী এবং পণ্য যারা প্রতিনিয়ত খোঁজ করেন।...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

৩০ হাজার টাকার মধ্যে অন্যতম সেরা ৫টি স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: চলছে পবিত্র রমজান মাস। পুরো এক মাস...

সর্বশেষ

বেসিস নির্বাচন পরিচালনায় নির্বাচন ও আপিল বোর্ড গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

টেলিফোন-এসএমএসের মাধ্যমে সমন জারি করা যাবে: রিজওয়ানা হাসান

টেকভিশন২৪ ডেস্ক: বিচার কার্যক্রম অনেকাংশেই সেকেলে রয়ে গেছে জানিয়ে...

দেশে স্টারলিংকের সহযোগী ‘ফাইবার অ্যাট হোম’!

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুতগতির ইন্টারনেট সেবাদাতা ‘স্টারলিংক’ নিয়ে বাংলাদেশে চলছে...

ডিজিটাল ভেরিফিকেশন ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ নিলেন জনসংযোগ কর্মকর্তারা

বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img