টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে জাগো ফাউন্ডেশন ও টিকটকের যৌথ উদ্যোগে ঢাকার বনানীর প্লাটিনাম গ্র্যান্ডে অনুষ্ঠিত হয়েছে “জাতীয় সংলাপ: যুব সমাজ ও অনলাইন নিরাপত্তা” শীর্ষক গোলটেবিল আলোচনা। এতে নীতিনির্ধারক, প্রযুক্তি বিশেষজ্ঞ, সাংবাদিক, শিক্ষাবিদ ও যুব প্রতিনিধিরা অংশ নেন এবং বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা পরিস্থিতি ও তার উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
এই সংলাপটি জাগো ফাউন্ডেশন ও টিকটকের “সাবধানে অনলাইনে” প্রকল্পের অংশ, যা ২০২২ সালে শুরু হয়। ২০২৪ ও ২০২৫ সালে এই প্রকল্পের ইয়ুথ অ্যাম্বাসেডররা দেশের ৬৪টি জেলার ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন, যেখানে প্রায় ১ লাখ শিক্ষার্থীকে অনলাইন নিরাপত্তা সম্পর্কে অবহিত করা হয়েছে। সংলাপে প্রকল্পটির সাফল্য, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।
গোলটেবিল আলোচনায় সাইবার বুলিং, ভুল তথ্যের প্রসার ও ডাটা প্রাইভেসি বিষয়ে বিশেষজ্ঞরা মতামত দেন। পাশাপাশি, সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে কীভাবে তরুণদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরি করা যায়, সে বিষয়ে সুপারিশ উপস্থাপন করা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক শামীম আল মামুন বলেন, “বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তার গুরুত্ব দিন দিন বাড়ছে। তরুণদের জন্য অনলাইন প্ল্যাটফর্ম যেমন সুযোগ তৈরি করছে, তেমনি সাইবার অপরাধের ঝুঁকিও বাড়ছে। শিক্ষাব্যবস্থার মধ্যে অনলাইন নিরাপত্তার অন্তর্ভুক্তি জরুরি।”
জাগো ফাউন্ডেশনের “সাবধানে অনলাইনে” প্রকল্পের ম্যানেজার তানভীর চৌধুরী বলেন, “এটি শুধু একটি সংলাপ নয়, বরং ভবিষ্যতের জন্য একটি রোডম্যাপ। তরুণদের অনলাইনে নিরাপদ রাখতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।”
সংলাপ শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে ডিজিটাল নিরাপত্তা উদ্যোগে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।