মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১:০৬ পূর্বাহ্ণ
22 C
Dhaka

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ভোক্তা-অধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান।

- Advertisement -

বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য ও উদ্যোক্তাবৃত্তি অনুষদ আয়োজিত এ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) আব্দুল জলিল ও ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসা ও উদ্যোক্তা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল। এছাড়াও উপস্থিত ছিলেন অধিদপ্তরের কর্মকর্তারা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলিম আখতার খান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভোক্তা-অধিকার সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির জন্য এ ধরনের সেমিনার গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, ভোক্তা-অধিকার রক্ষায় সরকারি পদক্ষেপের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত প্রয়োজন।

অধিদপ্তরের পরিচালক আব্দুল জলিল বলেন, শুধুমাত্র শাস্তি দিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ সম্ভব নয়, বরং সচেতনতার মাধ্যমেই এটি নিশ্চিত করা যেতে পারে। তিনি শিক্ষার্থীদের মাধ্যমে অধিদপ্তরের কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন।

বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান বলেন, অধিকার আদায়ের জন্য যৌক্তিকভাবে কণ্ঠ তুলতে হবে এবং সেমিনারের আলোচনা মনোযোগ দিয়ে শোনা উচিত। অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আফরোজা রহমান ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। পাশাপাশি অধিদপ্তরের সাম্প্রতিক কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সেমিনারের আগে সকাল ৯:৩০ মিনিটে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অধিদপ্তরের মহাপরিচালক। পরে শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

সেমিনারের সভাপতি ড. মোহাম্মদ মাসুম ইকবাল বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ সহজতর হবে এবং একটি ভোক্তাবান্ধব সমাজ গড়ে উঠবে।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

আর্মি আইবিএ আইটি ক্লাব উদ্বোধন করেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

টেকভিশন২৪ ডেস্ক: সাভার ক্যান্টনমেন্টের আর্মি আইবিএ অডিটোরিয়ামে গত ২৬...

বাহরাইনে উইটসার বোর্ড মিটিংয়ে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: বাহরাইনের রাজধানী মানামায় তাদের বোর্ড মিটিংয়ের আয়োজন...

সর্বশেষ

স্লিম ও স্টাইলিশ ডিভাইসের গুরুত্ব বাড়ছে

টেকভিশন২৪ ডেস্ক: ছাদে আড্ডা, ক্লাসের ফাঁকে স্টাডি সেশন, ক্যাম্পাস...

বাজারে এলো লেনোভো আইডিয়াপ্যাড প্রো ৫আই

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমীদের জন্য গ্লোবাল ব্র্যান্ড পিএলসি নিয়ে এলো...

৮ ডিসেম্বর শুরু হচ্ছে সিটি আইটি মেগা ফেয়ার

টেকভিশন২৪ ডেস্ক: সময়ের সঙ্গে তথ্যপ্রযুক্তির উদ্ভাবন প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে।...

ডিজিটাল কমার্স অফ দ্য ইয়ার পুরস্কার পেল দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img