সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ১:৩১ অপরাহ্ণ
35.9 C
Dhaka

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ভোক্তা-অধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান।

বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য ও উদ্যোক্তাবৃত্তি অনুষদ আয়োজিত এ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) আব্দুল জলিল ও ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসা ও উদ্যোক্তা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল। এছাড়াও উপস্থিত ছিলেন অধিদপ্তরের কর্মকর্তারা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলিম আখতার খান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভোক্তা-অধিকার সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির জন্য এ ধরনের সেমিনার গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, ভোক্তা-অধিকার রক্ষায় সরকারি পদক্ষেপের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত প্রয়োজন।

অধিদপ্তরের পরিচালক আব্দুল জলিল বলেন, শুধুমাত্র শাস্তি দিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ সম্ভব নয়, বরং সচেতনতার মাধ্যমেই এটি নিশ্চিত করা যেতে পারে। তিনি শিক্ষার্থীদের মাধ্যমে অধিদপ্তরের কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন।

বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান বলেন, অধিকার আদায়ের জন্য যৌক্তিকভাবে কণ্ঠ তুলতে হবে এবং সেমিনারের আলোচনা মনোযোগ দিয়ে শোনা উচিত। অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আফরোজা রহমান ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। পাশাপাশি অধিদপ্তরের সাম্প্রতিক কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সেমিনারের আগে সকাল ৯:৩০ মিনিটে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অধিদপ্তরের মহাপরিচালক। পরে শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

সেমিনারের সভাপতি ড. মোহাম্মদ মাসুম ইকবাল বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ সহজতর হবে এবং একটি ভোক্তাবান্ধব সমাজ গড়ে উঠবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ফেসবুক পেজ ও আউটলেটে বেবি কেয়ার এন্ড কমফোর্ট

টেকভিশন২৪ ডেস্কঃ শিশু প্রসাধনী এবং পণ্য যারা প্রতিনিয়ত খোঁজ করেন।...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বেসিস নির্বাচন পরিচালনায় নির্বাচন ও আপিল বোর্ড গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

দেশের বাজারে এলো টেকনো ক্যামন ৪০ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: প্রি-অর্ডার পর্বে স্মার্টফোন ব্যবহারকারীদের কাছ থেকে ব্যাপক...

বাংলাদেশে অফিশিয়ালি আসছে পাবজি মোবাইল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি গেমারদের জন্য নতুন ও আকর্ষণীয় ফিচার...

দেশে ভিভো ভি৫০ লাইট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: জনপ্রিয় তারকা ও শুভেচ্ছাদূত তাহসান রহমান খানের...

বিশ্বের প্রথম হিউম্যানয়েড হাফ ম্যারাথন অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বেইজিংয়ের ই-টাউন প্রযুক্তি হাবে শনিবার অনুষ্ঠিত হলো...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img