টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে গতকাল সোমবার (৮ ডিসেম্বর) শুরু হয়েছে দেশের বৃহত্তম প্রযুক্তিপণ্যের প্রদর্শনী ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫’। ছয় দিনব্যাপী এ মেলা চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। বিশ্বের নামকরা ব্র্যান্ডের আধুনিক কম্পিউটার, ল্যাপটপ, মনিটর, প্রিন্টারসহ সর্বশেষ প্রযুক্তিপণ্যের সমাহারে জমে উঠেছে এবারের আয়োজন।
মেলার উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি, স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং আইডিবির বিসিএস কম্পিউটার সিটির উপদেষ্টা মোহাম্মদ জহিরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের মানুষের জন্য কম্পিউটার কতটা জরুরি, আইডিবি মেলা তা স্পষ্ট করে তুলে ধরছে। নতুন শিক্ষার্থী ও তরুণর প্রজন্মের হাতে অন্য কিছু না দিয়ে কম্পিউটার তুলে দেওয়া কতটুকু জরুরি সেই বার্তা দিচ্ছে আইডিবি মেলা। সরকারি পলিসি প্রসঙ্গে তিনি বলেন, কিছু ব্যবসা এমন আছে সেটা আইনে বাধা দেওয়া আছে- আবার ওপেনলি করা যাচ্ছে। আমরা সরকারকে বলেছি-যে কোনো ব্যবসাকে হয় শতভাগ বৈধ করুন, অথবা গুড গভর্নেন্সের আওতায় আনুন।
তিনি আরও বলেন, আইডিবি মেলা শুধু ব্যবসার আয়োজন নয়-এটি বাংলাদেশের আইটি সক্ষমতার বার্তা। প্রতিটি শিক্ষার্থীর কাছে একটি করে কম্পিউটার পৌঁছে দিতে পারলে দেশ দ্রুত প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এক্সেল টেকনোলজিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও আইডিবির বিসিএস কম্পিউটার সিটির ম্যানেজমেন্ট কমিটির উপদেষ্টা গৌতম সাহা এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও উপদেষ্টা মোহাম্মদ জসীম উদ্দীন খন্দকার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিসিএস কম্পিউটার সিটির প্রেসিডেন্ট আকতার হোসেন খান। তিনি বলেন, গ্রাহক ও বিক্রেতাদের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করাই এই মেলার মূল লক্ষ্য। একই সঙ্গে দর্শনার্থীরা দেশের বাজারে থাকা নতুন সব প্রযুক্তিপণ্য সম্পর্কে জানতে পারবেন।
সিটি আইটি মেগা ফেয়ার এর আহ্বায়ক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া বলেন, বিখ্যাত ব্র্যান্ডগুলোর পরিষেবা আর পণ্য সম্পর্কে অভিজ্ঞতা নিতে সিটি আইটি মেগা ফেয়ার ক্রেতাদের জন্য একটি বড় সুযোগ। এছাড়া, গ্রাহকদের আরও উৎসাহিত করতে এবং দেশের এই বৃহত্তম কম্পিউটার ও ল্যাপটপ মেলা উপলক্ষ্যে মার্কেট জুড়েই থাকবে নানা ধরনের অফার-মূল্যছাড়।


