“শেখ রাসেল দিবস ২০২১” স্ক্র্যাচ কর্মশালা উদ্বোধন করেন মন্ত্রী মোস্তফা জব্বার

টেকভিশন২৪ ডেস্ক: “শেখ রাসেল দিবস ২০২১” উদযাপন উপলক্ষে দিনব্যপী ”শেখ রাসেল দিবস স্ক্র্যাচ কর্মশালা“ চলছে। 

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফা জব্বার, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শাহিদ-উল-মুনীর, বিসিএসের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পরিচালক (চ্যানেল সেলস) মুজাহিদ আল রিবুনী সুজন, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। কর্মশালার উদ্বোধন করে  মন্ত্রী শেখ রাসেল দিবসে স্ক্র্যাচ কর্মশালা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জন করতে দেশকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।             

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে একটি দক্ষ জাতি গড়ার উদ্দেশ্যে বাংলাদেশে স্কুল পর্যায় থেকে প্রোগ্রামিং শেখার চল শুরু হয়েছে। কিন্তু প্রোগ্রামিং এর ভাষা স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সহজবোধ্য না হওয়ায় বাংলায় প্রোগ্রামিং শিক্ষা দেয়ার চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। কম্পিউটার সার্ভিসেস লিমিটেড এর সহযোগিতায় প্রোগ্রামিং ভাষা স্ক্র্যাচকে (Scratch.mit.edu)বাংলা ভাষায় লোকালাইজ (অনুবাদ) করার কাজ করেছে বিডিওএসএন যার ফলস্বরূপ Scratch.mit.edu ওয়েবসাইটে বাংলা ভাষা যুক্ত করা হয়েছে। দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিং চর্চাকে জনপ্রিয় এবং সহজতর করে তোলার লক্ষ্যে স্ক্র্যাচ প্রোগ্রামিং ভাষাকে বাংলায় ভাষান্তর করার সুফল পাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সকল পর্যায়ের প্রযুক্তি প্রেমীরা। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের সাথে স্ক্র্যাচের পরিচিতি ঘটাতেই আজ সারাদিন ব্যাপী স্ক্র্যাচ কর্মশালার আয়োজন করা হয়েছে।

৩য় থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা এই কর্মশালায় অংশ নিচ্ছে। কোনরকম আবেদন ফি ছাড়াই এই কর্মশালায় অংশ নেয়া যাচ্ছে।সর্বমোট ৪টি স্লটে দিন ব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১১ টা,১১.৩০ থেকে দুপুর ১২.৩০টা,২ টা থেকে ৩টা এবং বিকাল ৩ টা থেকে ৪.৩০ পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য,এ কর্মশালায় অংশ নিতে শিক্ষার্থীদের নিজের ল্যাপটপ নিয়ে আসার প্রয়োজন নাই।

আয়োজনের বিস্তারিত: https://fb.me/e/1ecitG6aZ

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস),বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং কম্পিউটার সার্ভিসেস লিমিটেড (সিএসএল) যৌথভাবে এ আয়োজন করে। স্মার্ট টেকনোলজিস এবং গিগাবাইটের সহযোগিতায় এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে ।

 

 

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন