শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ ফ্লোরিডায়

শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ ফ্লোরিডায়
শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ ফ্লোরিডায়

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাউজ অব রিপ্রেজেন্টেটিভস নতুন এক বিলের অনুমোদন করেছে। যার অধীনে ফ্লোরিডার ১৬ বছর বয়সের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক মাধ্যমের প্লাটফর্মগুলো ব্যবহার থেকে বিরত রাখবে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, হাউজ সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলো ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বন্ধ করার জন্য ভোট দিয়েছে। অপ্রাপ্তবয়স্করা এ অ্যাপগুলো ব্যবহার করার ক্ষেত্রে থার্ডপার্টির ভেরিফিকেশন হবে।  এ আইনে বলা হয়েছে, প্রতিষ্ঠানগুলো বন্ধ করা অ্যাকাউন্ট থেকে সংগৃহীত ব্যক্তিগত ডাটা স্থায়ীভাবে মুছে ফেলতে হবে।

এমনকি কোনো কোম্পানি যদি এ ধরনের আইন মেনে না চলে তাহলে সংস্থাগুলোর বিরুদ্ধে দেওয়ানি মামলাও করতে পারবেন শিশু কিশোরের বাবা-মা।বিলটির প্রবর্তকরা বলছেন, এ পদক্ষেপটি হতাশা, উদ্বেগ ও  সামাজিক মিডিয়ার অত্যধিক ব্যবহার সম্পর্কিত অন্যান্য মানসিক স্বাস্থ্য সমস্যা থেকে শিশুদের রক্ষা করবে। সোশ্যাল মিডিয়া শিশু-কিশোরদের আসক্তিমূলক আচরণ ও শিশুদের বিশেষভাবে সংবেদনশীল বিষয়বস্তু আছে বলে এর আগে সমালোচিত ছিল।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন