ভারতে ল্যাপটপ বানাবে স্যামসাং

ভারতে ল্যাপটপ বানাবে স্যামসাং
ভারতে ল্যাপটপ বানাবে স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ল্যাপটপ বানিয়ে বিভিন্ন দেশে বিক্রির উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং। গ্যালাক্সি এস২৪ সিরিজ স্মার্টফোনের পর এবার ল্যাপটপও ভারতে বানানোর সিদ্ধান্ত নিল স্যামসাং। চলতি বছর থেকেই শুরু হবে উৎপাদন। এতদিন চীন অথবা ভিয়েতনাম থেকে তৈরি হয়ে আসছিল ল্যাপটপ।

ইতিমধ্যে দেশে গ্যালাক্সি এস২৪ সিরিজ স্মার্টফোন উৎপাদন শুরু করেছে দক্ষিণ কোরিয়ার এই টেক জায়েন্ট। যা সম্প্রতি বিশ্ব বাজারে লঞ্চ করেছে সংস্থা। এবার সেই তালিকায় যোগ হবে ল্যাপটপ। এখন প্রশ্ন হল দেশের কোন রাজ্য কোন শহরে এই কারখানা তৈরি করতে চলেছে স্যামসাং?

নয়ডার কারখানাতে তৈরি করা হবে। সেখানেই উৎপাদন এবং অ্যাসেম্বেল হবে অত্যাধুনিক ল্যাপটপ। সংস্থার এক শীর্ষকর্তা সেই ইঙ্গিতই দিয়েছেন। স্যামসাং ইলেক্ট্রনিক্সের প্রেসিডেন্ট টি এম রোহ জানিয়েছেন, ভারতে ল্যাপটপ উৎপাদনের প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা।

তিনি আরও জানান, ভারত তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্পের জন্য রাজ্য ও কেন্দ্র স্তরে অনেক সমর্থন পেয়েছেন তারা। উৎপাদনে জোর দিতে সরকারের সঙ্গে এই সহযোগিতা এগিয়ে নিয়ে যাবে স্যামসাং।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন