বিসিএস ২০২০-২২ মেয়াদের নির্বাচনে বড় জয় পেল সমমনা ৭

বাংলাদেশ কম্পিউটার সমিতি ( বিসিএস) ২০২০-২২ মেয়াদের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সমমনা ৭ প্যানেল। কার্যনির্বাহী ৭ পরিচালক পদের মধ্যে ৫টিই পেয়েছে সমমনা ৭ প্যানেলটি। দুটি পদে জয় পেয়েছে চ্যালেঞ্জার্স ২০২১ প্যানেল।

সমমনা ৭ প্যানেল থেকে জয় পেয়েছে ইপসিলন সিস্টেমস অ্যান্ড সলিউশন লিমিটেডের চেয়ারম্যান মো.শাহিদ-উল-মুনীর (৫৬৮ ভোট) , স্মার্ট প্রিন্টিং সলিউশন লিমিটেডের পরিচালক মো. মুজাহিদ আলবেরুনি সুজন (৫৪৯ ভোট), স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মোশারফ হোসেন সুমন(৫৫২ ভোট), অরিয়েন্ট কম্পিউটার্সের স্বত্বাধিকারী মো. জাবেদুর রহমান শাহীন (৪৮৭ ভোট) ও কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম (৫৬০ ভোট) ।

চ্যালেঞ্জার্স ২০২১ প্যানেল থেকে জয় পেয়েছে স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূঁঞা (৫৫১ ভোট) এবং সাউথ বাংলা কম্পিউটারের স্বত্বাধিকারী মো. কামরুজ্জামান ভূঁইয়া সর্বোচ্চ (৬১৮ ভোট)।

বাংলাদেশ কম্পিউটার সমিতি ( বিসিএস) এর কেন্দ্রীয় কমিটি ছাড়াও এদিন খুলনা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, যশোর, বরিশাল, ময়মনসিংহ এবং কুমিল্লার আটটি শাখা কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। এবার নির্বাচনে মোট ভোট পড়েছে ১০৩৪টি। মোট ভোটার ছিলেন ১১২৬ জন।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ছিলেন স্পিনোভেশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা টিআইএম নূরুল কবীর। সদস্য ছিলেন ওরাটেক কনসালটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ কবীর আহমেদ এবং এক্সেল ইন্টেলিজেনস সলিউশন লিমিটেডের পরিচালক বীরেন্দ্র নাথ অধিকারী ।

বিসিএসের ২০২০-২২ মেয়াদের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠ জয় পেয়েছে সমমনা ৭ প্যানেল ৫টি Gবাকি দুটি পদ পেয়েছে চ্যালেঞ্জার্স ২০২১ প্যানেল।

টেকইকম ডেক্স

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন