বিপুল উৎসাহ উদ্দীপনায় ২০২২-২৪ মেয়াদের বিসিএস নির্বাচন সম্পন্ন

বিসিএস নির্বাচন
বিসিএস নির্বাচন

সুব্রত সরকার সভাপতি, মহাসচিব কামরুজ্জামান ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ২০২২-২৪ মেয়াদকালের কার্যনির্বাহী এবং শাখা কমিটিসমূহের নির্বাচন ১৬ মার্চ বুধবার রাজধানীর খামার বাড়িতে কৃষিবিদ ইন্সটিটিউশন কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান শাফকাত হায়দার এবং সদস্যদ্বয় খন্দকার আতিক-ই-রব্বানী ও শেখ কবীর আহমেদ নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন। দিনব্যাপী অনুষ্ঠিত স্বতঃস্ফূর্ত এই নির্বাচনে দেশব্যাপী সমিতি’র ১৪৩২ ভোটারের মধ্যে ১৩৪১ জন ভোট প্রদান করেন। এর মধ্যে ১৩১৯ টি ভোট বৈধ হিসেব গণনা করা হয়। নির্বাচনে সর্বোচ্চ ভোট পান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।

কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ১৪ জন প্রার্থীর মধ্যে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম (৮৮২),স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূঁঞা (৮০৪), গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল বিডি এর স্বত্বাধিকারী মোহাম্মদ নজরুল ইসলাম হেলালী (৭৮৯),সাউথ বাংলা কম্পিউটারের স্বত্বাধিকারী মো. কামরুজ্জামান ভূঁইয়া (৭৮৭),কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলাম (৭৩৩), সি এন্ড সি ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ইঞ্জি. সুব্রত সরকার (৬৯২) এবং স্পিড টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং লি. এর চেয়ারম্যান মোশারফ হোসেন সুমন (৬৩৪) – এই সাতজন পরিচালক হিসেবে কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির নির্বাচিত পরিচালকদের মধ্যে পদবণ্টনের নির্বাচনে ইঞ্জি. সুব্রত সরকার সভাপতি,মো. রাশেদ আলী ভূঁঞা সহ-সভাপতি, মো. কামরুজ্জামান ভূঁইয়া মহাসচিব,  মোহাম্মদ নজরুল ইসলাম হেলালী কোষাধ্যক্ষ, মো. জহিরুল ইসলাম, মুহাম্মদ মনিরুল ইসলাম এবং মোশারফ হোসেন সুমন পরিচালক পদে নির্বাচিত হন।

নির্বাচনে ভোট গণনা শেষে সমিতির সদস্যদের এসব তথ্য জানান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান শাফকাত হায়দার। তিনি বলেন, ২০২২-২৪ নির্বাচন বরাবরের মতো বাংলাদেশ কম্পিউটার সমিতির একটি উল্লেখযোগ্য নির্বাচন। বিসিএস এর ‍সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের এই ধারা অব্যহত থাকবে। এসময় নির্বাচন বোর্ডের সদস্য খন্দকার আতিক-ই-রব্বানী ও শেখ কবীর আহমেদ, বিসিএস এর সদস্যবৃন্দ এবং সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সুব্রত সরকার সভাপতি, মহাসচিব কামরুজ্জামান ভূঁইয়া
সুব্রত সরকার সভাপতি, মহাসচিব কামরুজ্জামান ভূঁইয়া

কার্যনির্বাহী কমিটি নির্বাচনের পাশাপাশি বাংলাদেশ কম্পিউটার সমিতির আটটি শাখা কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হয়। বরিশাল, যশোর, খুলনা এবং সিলেট শাখায় ব্যালট পেপারের মাধ্যমে ভোটাররা ভোট প্রদান করেন। চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ ও রাজশাহী শাখায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাতজন করে প্রার্থী নির্বাচিত হন ।

বরিশাল শাখা কমিটিতে চেয়ারম্যান মো. এনামুল হক খান, শফিউর রহমান ভাইস চেয়ারম্যান, জাহিদ হাসান সেক্রেটারি, শফিউর রহমান জয়েন্ট সেক্রেটারি, মোহাম্মদ ইমরান হোসেইন কোষাধ্যক্ষ, সদস্য মো. খোরশেদ আলম এবং সৈয়দ মো. রইস উদ্দিন নির্বাচিত হয়েছেন।

যশোর শাখা কমিটিতে চেয়ারম্যান রাম প্রসাদ রায়, ভাইস চেয়ারম্যান মো. বকুল হোসেইন, আসা তোষ পাল সেক্রেটারি, মো. আব্দুল মোমিন জয়েন্ট সেক্রেটারি, মো. তামিম আহমেদ কোষাধ্যক্ষ, সদস্য রুকন উদ্দিন আহমেদ এবং মো. ফারুক জাহাঙ্গীর আলি টিপু নির্বাচিত হয়েছেন।

খুলনা শাখা কমিটিতে চেয়ারম্যান মুন্সি আরিফুজ্জামান, ভাইস চেয়ারম্যান এসকে. শহিদুল হক সোহেল, সেক্রেটারি আহমেদ কবির, জয়েন্ট সেক্রেটারি মো.শিয়াবুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ শামসুজ্জামান কোষাধ্যক্ষ, সদস্য শেখ শাহিনুর আলম সিদ্দিক এবং আশরাফুল হক নির্বাচিত হয়েছেন।

সিলেট শাখা কমিটিতে চেয়ারম্যান এ.এস.এম.জি কিবরিয়া, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, সেক্রেটারি মো. সোলায়মান আহসনান, জয়েন্ট সেক্রেটারি মোতাহির উল্লাহ, কোষাধ্যক্ষ মো. মসনুল করিম চৌধুরী, সদস্য আহমেদ শফিকুল হাসান এবং মালেক আহমেদ চৌধুরী নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম শাখা কমিটিতে চেয়ারম্যান এইচএম শাহ নেওয়াজ, মোহাম্মদ দিদারুল ইসলাম ভাইস চেয়ারম্যান, মো. দিদারুল আলম চৌধুরী সেক্রেটারি, আব্দুল্লাহ-আল রাজীব জয়েন্ট সেক্রেটারি, সুমন চৌধুরী কোষাধ্যক্ষ, সদস্য মঞ্জুর আহমেদ এবং মোহাম্মদ জয়নুল আবেদীন নির্বাচিত হয়েছেন।

কুমিল্লা শাখা কমিটিতে চেয়ারম্যান মো. ফরহাদ উল্লাহ, এম এ বাতেন সেক্রেটারি, মো. শফিউল্লাহ জয়েন্ট সেক্রেটারি, মো. ফেরদৌস সায়েম ভূঁইয়া কোষাধ্যক্ষ, সদস্য অজয় কৃষ্ণ সাহা, মোফাজ্জ্বল হায়দার মজুমদার এবং শাখাওয়াত হোসেইন (মানিক) নির্বাচিত হয়েছেন।

ময়মনসিংহ শাখা কমিটিতে চেয়ারম্যান মোহাম্মেদ ইসমাইল হোসেইন, মোত্তালিব দরবারি ভাইস চেয়ারম্যান, মো. জহির উল্লাহ সেক্রেটারি, রাইসুল ইসলাম জনি জয়েন্ট সেক্রেটারি, আহমেদ মোস্তফা খালেদ (মাসুম) কোষাধ্যক্ষ, সদস্য মো. জামাল হোসেইন এবং রাতুল ইসলাম রাহাত নির্বাচিত হয়েছেন।

রাজশাহী শাখা কমিটিতে চেয়ারম্যান মো. আবুল ফজল কাশেমী, ভাইস চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেইন, সৈয়দ আব্দুল ময়েজ ডলার সেক্রেটারি, মো. খাইরুল ইসলাম জয়েন্ট সেক্রেটারি, এস.এম. মুশফিক-উস-সালেহীন কোষাধ্যক্ষ, সদস্য মো. জাহিদুল ইসলাম জেম এবং মো. নাজমুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, নব-নির্বাচিত কমিটি ১ এপ্রিল দায়িত্ব গ্রহণ করবেন।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন