বাজারে এলো নকিয়ার ‘স্মার্ট’ কীপ্যাড ফোন

বাজারে এলো নকিয়ার ‘স্মার্ট’ কীপ্যাড ফোন
বাজারে এলো নকিয়ার ‘স্মার্ট’ কীপ্যাড ফোন

টেকভিশন২৪ ডেস্ক: এইচএমডি গ্লোবাল অধীনস্থ ব্র্যান্ড নকিয়া ইউপিআই সাপোর্টসহ নতুন ফোন লঞ্চ করেছে। যার মডেল নকিয়া ১১০ ফোরজি। ডিভাইসইটিতে কিউকিউভিজিএ ডিসপ্লে, কিউভিজিএ রেজোলিউশনসহ রিয়ার ক্যামেরা এবং ৩২ জিবি পর্যন্ত এক্সপেন্ডেবল মেমরি সাপোর্ট করে।

পূর্বসূরি ২০২১ সালের মডেলের তুলনায় নকিয়া ১১০ ৪জি (২০২৩) মডেলের ডিজাইনে সামান্য কিছু পরিবর্তন দেখা যায়। তবে ডিভাইসটির ফিনিসটি আরও প্রিমিয়াম মনে হয়, সম্ভবত নতুন রঙের কারণে।

নকিয়া ১১০ ৪জি-তে রয়েছে একটি শক্তিশালী ১,৪৫০ এমএএইচ ব্যাটারি ইউনিট। ফোনে ৩২ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড স্টোরেজ সাপোর্ট করে। এছাড়া নকিয়া ১১০ ৪জি ওয়্যারলেস এফএম রেডিও ফাংশনালিটি রয়েছে। যা ব্যবহারকারীদের হেডফোনের প্রয়োজন ছাড়াই তাদের পছন্দের এফএম স্টেশনগুলির মাধ্যমে খবর, গান এবং খেলাধুলা বিষয়ক কনটেন্টগুলি এক্সেস করতে দেয়।

ভারতীয় বাজারে নকিয়া ১১০ ৪জি (২০২৩)-এর দাম রাখা হয়েছে ২,৪৯৯ রুপি এবং এটি মিডনাইট ব্লু ও আর্কটিক পার্পল কালারে পাওয়া যাচ্ছে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন