পদত্যাগ করলেন ফেসবুক (মেটা)’র চীফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ

ফেসবুক

টেকভিশন২৪ ডেস্ক: শেরিল ২০০৮ যখন ফেসবুক এ জয়েন করেছিলো তখন মার্ক জুকারবার্গ এর বয়স ছিল মাত্র ২৩ বছর। সেই থেকে শেরিল পুরো প্রতিষ্ঠানের দক্ষ জনবল তৈরি ও একটি ছোট্ট স্টার্টআপকে বাস্তবে রূপদান করতে অনেক সংগ্রাম করেছেন।

ফেসবুকের বিজ্ঞাপন ব্যবসার স্থপতি বলা হয় শেরিলকে, যার অবদানের ফলে আজ বিশ্বব্যপী কনটেন্ট ক্রিয়েটররা আয়ের সুযোগ পেয়েছেন। ঠিক কী কারণে শেরিল পদত্যাগ করেছেন তা এখনো স্পষ্ট নয়। তবে খুব শীঘ্রই ফেসবুক (মেটা) পরিচালনা পর্ষদে বেশ পরিবর্তন আসতে যাচ্ছে।

মার্ক জুকারবার্গ অত্যন্ত আবেগী হয়ে শেরিল সম্পর্কে মন্তব্য করেছেন- ‘শেরিল আমাদের পরিচালনার সংস্কৃতি তৈরি করেছেন এবং আমাকে কীভাবে একটি কোম্পানি চালাতে হয় তা শিখিয়েছেন। তিনি বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জন্য সুযোগ তৈরি করেছেন এবং মেটা আজ যা আছে তার জন্য তিনি কৃতিত্বের যোগ্য।

আমি দুঃখিত, সামনে যে দিন আসছে যখন আমি শেরিলের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে পারব না। কিন্তু যে কোনো কিছুর চেয়েও বেশি, আমি মেটা নির্মাণের জন্য সে যা করেছে তার জন্য আমি কৃতজ্ঞ।

তিনি আমার জন্য, আমাদের প্রতিষ্ঠানের জন্য এবং বিশ্বের জন্য অনেক কিছু করেছেন — এবং আমরা সবাই এর জন্য ভালো আছি।’

-সালাউদ্দিন সেলিম০২জুন/২২

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন