নতুন ঠিকানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)

বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। রাজধানীর আগারগাঁওয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাটির নতুন কার্যালয়ে কমিশনের সকল কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) বিটিআরসির পক্ষ থেকে এক ঘোষণায় জানানো হয় যে, বিটিআরসির আগের অফিস স্থান (আইইবি ভবন, রমনা,  ঢাকা-১০০০) পরিবর্তিত হয়ে নতুন নিজস্ব অফিস ভবনে (প্লট ই-৫/এ. আগারগাঁও প্রশাসনিক এলাকা, ঢাকা) স্থানান্তর করা হয়েছে। নতুন ঠিকানায় কমিশনের সকল কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। সবাইকে বিটিআরসির নবনির্মিত ভবনে স্বাগত জানাচ্ছি।  

২০১৯ সালের ১৩ মার্চ  (বুধবার)  রাজধানীর আগারগাঁওয়ে প্রধান অতিথি হিসেবে এ ভবন নির্মাণের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক, ডাক ও টেলিযোগাযোগ সচিব অশোক কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগারগাঁওয়ে এক একর জায়গায় ১২ তলা বিশিষ্ট বিটিআরসি ভবন নির্মাণ করা হয়েছে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন