রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ১১:৩৯ অপরাহ্ণ
29 C
Dhaka

দক্ষ জনশক্তি তৈরির এক দশকে “বিআইটিএম” ৫০ হাজারের বেশি ব্যক্তিকে প্রশিক্ষণ দিয়েছে

টেকভিশন২৪ ডেস্ক: সফটওয়্যার সেবাখাতে দেশে দক্ষ জনশক্তি তৈরি ও তথ্যপ্রযুক্তিতে ফ্রিল্যান্সিং-এ ক্যারিয়ার গড়তে ইচ্ছুক ব্যক্তিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার জন্য নিরভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর অঙ্গ প্রতিষ্ঠান বেসিস ইন্সটিটিউট অব টেকনোলোজি এন্ড ম্যানেজেমেন্ট (বিআইটিএম)। দেশে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণে এক দশক পূর্ণ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে দেশের ৫০ হাজারের বেশি ব্যক্তিকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলেছে বিআইটিএম।

- Advertisement -

বিআইটিএম মনে করে, দক্ষ মানবসম্পদ গড়তে না পারলে দেশে অর্থনৈতিক উন্নয়ন অসম্ভব। জনশক্তি দক্ষতাসম্পন্ন হলে বিদেশি বিনিয়োগকারীরা সহজেই আকৃষ্ট হন। তথ্যপ্রযুক্তিতে মানবসম্পদ তৈরিতে ২০১২ সালে বিআইটিএম প্রথম প্রশিক্ষণ দিতে শুরু করে। ২০১৩ সালে ভুটান সরকারের আমন্ত্রণে সেখানে দক্ষতা উন্নয়নে কাজ করে।

বেসিস ইন্সটিটিউট অব টেকনোলোজি এন্ড ম্যানেজেমেন্ট (বিআইটিএম) এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং পরিচালক তালুকদার মোহাম্মাদ সাব্বির বলেন, তরুনরা আসলে দক্ষতা উন্নয়নের জন্য নির্ভরযোগ্য কোন প্রতিষ্ঠান বা কাউন্সিলরের অভাব বোধ করেন। এই সঠিক দিক নির্দেশনার অভাবে আসলে তাদের দক্ষতার সঠিক ব্যাবহার তারা অনেক সময় করতে পারেন না। বিআইটিএম থেকে আমরা চেষ্টা করি এই জায়গাতে তরুনদের সহযোগিতা করতে। আমাদের কাউন্সিলিং আওয়ারে যে কোনো তরুন এসে তাদের ক্যারিয়ার নিয়ে পরামর্শ পেতে পারেন। এই পরামর্শের জন্য আমাদের প্রশিক্ষনার্থী হওয়াটা বাধ্যতামূলক নয়। এর বাইরেও তরুনদের শুধুমাত্র বিষয়ভিত্তিক দক্ষতা অর্জনের সাথে সাথে সফট স্কিলেও দক্ষতা অর্জন করতে উদবুদ্ধ করে থাকি।

এ বিষয়ে জানতে চাইলে বিআইটিএমের পরিচালক ও বেসিস সভাপতি আলমাস কবীর বলেন, এখান থেকে ট্রেইনিং নেওয়া শিক্ষার্থীদের ৭১% বর্তমানে দেশে এবং বিদেশে বিভিন্ন সফটওয়ার এবং আইটি সেবাখাতে চাকরী করেন বা ফ্রিল্যাঞ্চিং এর সাথেও যুক্ত। সম্প্রতি আমরা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা শুরু করেছি। এ ছাড়া ব্রিটিশ কম্পিউটার সোসাইটির সঙ্গে যৌথভাবে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে বিআইটিএম।

বিআইটিএমের পরিচালক ফারহানা এ রহমান বলেন, বিআইটি এম তথ্যপ্রযুক্তি বিভাগের এল আইসিটি প্রকল্পের সাথে যৌথভাবে দেশে প্রথমবারের মত সার্টিফিকেশনের কাজ শুরু করেছে। বিআইটিএম পাবলিকেশন এর কাজও প্রায় শেষ পর্যায়ে। এখন থেকে নিয়মিত আইটি এবং প্রোগ্রামিং সংক্রান্ত বই ও জার্নাল বের হবে। শুরু হবে ডিপ্লোমা প্রোগাম ও বিশেষ অনলাইন ট্রেনিং। পরিকল্পনায় রয়েছে নিজস্ব ডিপ্লোমা প্রোগ্রাম ও কনটেন্ট বেজড লার্নিং শুরু করার।

বিআইটিএম ব্যবস্থাপনা পরিচালক শোয়েব এ রহমান বলেন, বিআইটিএমের সব সম্পদ হচ্ছে এখানকার দক্ষ প্রশিক্ষকেরা। তাঁরা সফটওয়্যার সেবাখাতের অভিজ্ঞতাসম্পন্ন। বিআইটিএমসবসময়ে মানসম্মত প্রশিক্ষণ বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ।

বিআইটিএম গত এক দশকের পথচলায় অ্যাসোসিও পুরস্কারসহ বেশকিছু অর্জন রয়েছে প্রতিষ্ঠানটির। দক্ষ মানবসম্পদ গড়তে প্রশিক্ষণ ছাড়াও টেক আড্ডা, সেমিনারসহ নানা আয়োজন করে থাকে বিআইটিএম।

বিআইটিএমের বিভিন্ন কোর্সে ভর্তি বা প্রয়োজনীয় তথ্য পেতে (http://bitm.org.bd) বা (https://www.facebook.com/BASIS.BITM/) লিংকে যেতে পারেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় বিআইটিপিএফসি’র নলেজ শেয়ারিং প্রোগ্রাম সম্পন্ন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ আইটি প্রফেশনালের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ...

টাঙ্গাইল ও কালিয়াকৈরে বন্ডস্টাইনের জিপিএস ট্র্যাকার ডিলার পয়েন্ট চালু

টেকভিশন২৪ ডেস্ক: ‘আপনার গাড়ির নিরাপত্তা এখন হাতের মুঠোয়’ স্লোগানে...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সর্বশেষ

ই-বর্জ্যের সঠিক ব্যবস্থাপনায় জরুরি পদক্ষেপের আহ্বান: জহিরুল ইসলাম

টেকভিশন২৪ ডেস্ক: "রিসাইকেল ইউর ই-ওয়েস্ট, ইট'স ক্রিটিক্যাল" এই গুরুত্বপূর্ণ...

ফের সম্প্রচারে ফিরছে গ্রিন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: শিগগির সম্প্রচারে ফিরছে গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেডের (গ্রিন...

দেশে স্যামসাং গ্যালাক্সি এস২৫ এফই উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি এস২৫ এফই উন্মোচন...

১৫ সিরিজের ফাইভজি ‘এআই পার্টি ফোন’ আনল রিয়েলমি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বহুল প্রতীক্ষিত রিয়েলমি ১৫ সিরিজ উন্মোচনের...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img