চিফ ইনফরমেশন অফিসার হিসেবে রবিতে যোগ দিলেন ভারিন্দর

চিফ ইনফরমেশন অফিসার হিসেবে রবিতে যোগ দিলেন ভারিন্দর

টেকভিশন২৪ ডেস্ক: টেলিযোগাযোগ খাতে ২১ বছরের সমৃদ্ধ অভিজ্ঞতা নিয়ে চিফ ইনফরমেশন অফিসার হিসেবে রবিতে যোগ দিলেন ভারিন্দর পল সিংলা।

রবিতে যোগদানের আগে তিনি True কর্পোরেশনে (ডিটিএসি (টেলিনর) এবং থাইল্যান্ডের true এর একীভূত কোম্পানি) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব আইটি হিসেবে দায়িত্ব পালন করেছেন। True কর্পোরেশনের আগে ভারিন্দর টেলিনর মিয়ানমারে হেড অব আইটি এবং টেলিনর গ্রুপে হেড অব আইটি অপারেটিং মডেল হিসেবে কর্মরত ছিলেন।

দীর্ঘ ১৪ বছর টেলিনরে অভিজ্ঞতার পাশাপাশি আইবিএমআইডিয়া সেলুলার লিমিটেডরিলায়েন্স কমিউনিকেশন এবং ভারতী এয়ারটেলের মতো টেক জায়ান্টগুলোতে কাজ করে নিজেকে ঋদ্ধ করেছেন তিনি।

ভারিন্দর পল সিংলা সিমবায়োসিস থেকে এমবিএ/পিজিডিবিএ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পাঞ্জাব টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে বিটেক সম্পন্ন করেন। টেলিকম খাতে অনন্য ও দীর্ঘস্থায়ী অভিজ্ঞতা এবং নেতৃত্বর সাথে আইটিতে অসামান্য দক্ষতা রয়েছে তার।  

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন