চার নতুন আইফোন বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: নতুন মডেল আইফোন এলো বাজারে। চারটি মডেলে আইফোন ১৩ সিরিজ রিলিজ করেছে অ্যাপল। এই চারটির মধ্যে রয়েছে প্রো মডেল ও নন প্রো মডেল। নন প্রো মডেলের আইফোন ১৩ সিরিজের ফোন দুটি হলো আইফোন ১৩, আইফোন ১৩ মিনি, আর প্রো মডেলের ফোনদুটি হলো, আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স।

গতকাল (১৫ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে আইফোন ১৩’র উন্মোচন অনুষ্ঠান হয়। উন্মোচন করা হয় অ্যাপল ওয়াচ ৭ এবং নতুন দুটি আইপ্যাড মিনিরও। 

আইফোনের নতুন মডেলের জন্য অনেকেই অপেক্ষা করছিলেন। তবে ডিজাইনে খুব বেশি চমক দেখা গেল না। দেখতে অনেকটা আইফোন ১২ মডেলের মতোই। তবে ব্যাটারি এবং কার্যকারিতার দিক দিয়ে পুরনো মডেলগুলোর চেয়ে উন্নতমানের। আগের থেকে ৫০ ভাগ বেশি দ্রুত পারফর্ম করবে অ্যাপলের নতুন চিপ। পুরোনো সিরিজের থেকে কমপক্ষে আড়াই ঘণ্টা বেশি ব্যাটারি ব্যাকআপ দেবে আইফোন ১৩।

নতুন মডেলে থাকছে রিয়ার টুইন ক্যামেরা। প্রসেসর এ১৫ বায়োনিকের। বাজারে মোট পাঁচটি রঙে পাওয়া যাবে আইফোন ১৩ গোলাপি, নীল, কালো (মিডনাইট), লাল (প্রোডাক্ট রেড) আর স্টারলেট।

আইফোন ১৩ প্রোর দাম শুরু হয়েছে ৯৯৯ ডলার থেকে। আর আইফোন ১৩ প্রো ম্যাক্সের দাম ১ হাজার ৯৯ মার্কিন ডলার।

The iPhone 13 Pro’s camera module

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন