শনিবার, ১০ মে, ২০২৫, ৩:৩৯ পূর্বাহ্ণ
29 C
Dhaka

এসডিজি অর্জনে সহায়ক হিসেবে ইউএনডিপির এক্সেলেটর ল্যাবের যাত্রা

টেকভিশন২৪ ডেস্ক: জার্মান করপোরেশন এবং কাতার ফান্ড ফর ডেভলপমেন্ট (কিউএফএফডি) এর অর্থায়নে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। ২৮ এপ্রিল, এক্সেলেটর ল্যাব-বাংলাদেশ নামে একটি নতুন উদ্যোগের উদ্বোধন করে, যা এসডিজি অর্জনে চ্যালেঞ্জ সমূহকে হ্রাস করার মাধ্যমে, এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সহায়তা করবে।

ভার্চুয়াল এই অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিনেল পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নান। তিনি তার বক্তব্যে বলেন, “ইউএনডিপির এক্সিলারেটর ল্যাবের মতো একটি বৈশ্বিক নেটওয়ার্ক বাংলাদেশকে ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনে এবং ২০২৬ সালের মধ্যে এলডিসি গ্রাজুয়েশনে সহায়তা করবে।”

আলোচনায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের সচিব ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটির (পিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা, সুলতানা আফরোজ। তিনি তার বক্তব্যে বলেন, “এসডিজি অর্জনে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিপিপিএ ও ইউএনডিপির এক্সেলারেটর ল্যাব যৌথ ভাবে এসডিজি অর্জনে নতুন ধারা যোগ করতে পারে। ”

আলোচকদের মধ্যে আরো ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন। আলোচনাকালে  তিনি বলেন, “ইউএনডিপি সবসময়ই বাংলাদেশের উন্নয়নে সরকারের সাথে কাজ করে আসছে। নতুন চালু হওয়া, এই এক্সিলারেটর ল্যাব বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, বৈষম্য এবং কোভিড এর ফলে সৃষ্ট চ্যালেঞ্জ সহ অন্যান্য আরো অনেক চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”  এক্সিলারেটর ল্যাব, এসডিজি অর্জনের চ্যালেঞ্জগুলি হ্রাস করার জন্য, গৃহীত সকল উদ্যোগকে সমন্বিত করবে, এই আশাবাদ তিনি ব্যক্ত করেন।

আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, আলোচকদের মাঝে উপস্থিত থেকে বলেন, “আইসিটি-র সহায়তায় আমরা এই মহামারীর ফলে সৃষ্ট নতুন জীবনযাত্রার সাথে খাপ খাওয়িয়ে নিচ্ছি।  ইউএনডিপির এক্সেলারেটর ল্যাব, মহামারীর কারণে, সৃষ্ট ডিজিটাল ডিভাইড হ্রাস করতে আমাদের সহায়তা করতে পারে। ”

আলোচনাটি সঞ্চালনা করেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি, সুদীপ্ত মুখার্জি।

অনুষ্ঠানের শুরুতে জুয়েনা আজিজ. মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক). প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও). তাঁর বক্তব্যে বলেন, “এসডিজি অর্জনের প্রক্রিয়ার সাথে, ইউএনডিপির মতো, উন্নয়ন অংশীদারদের সাথে থাকাটা অবশ্যই জরুরি। ইউএনডিপির এক্সেলারেটর ল্যাব, তাদের নতুন প্রযুক্তি, নতুন ধারণা ইত্যাদির মাধ্যমে এসডিজি অর্জনে সহায়তা করবে।”

এছাড়াও আরো বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশের উপ-আবাসিক প্রতিনিধি নুয়্যেন ভ্যান, এক্সেলারেটর ল্যাব নেটওয়ার্কের টিম লিডার জিনা লুকেরেলি।

২০১৯ সালে, ইউএনডিপি এসডিজি উন্নয়নের চ্যালেঞ্জগুলির ভিত্তিতে বিশ্বের বৃহত্তম এবং দ্রুততম লার্নিং নেটওয়ার্ক, এক্সিলারেটর ল্যাবগুলি শুরু করে। ৭৮ টি দেশের ৯১ টি ল্যাব  নিয়ে শুরু হওয়া, এই নেটওয়ার্কটি এখন বাংলাদেশ সহ ১১৫ টি দেশের ৯১ টি ল্যাব এর মাধ্যেম তাদের কাজ পরিচালনা করছে। শুধুমাত্র ২০২০ সালেই, ল্যাবগুলি ১৭টি এসডিজি অর্জনে  প্রায় ১৭০০টিরও বেশি তৃণমূলভিত্তিক উদ্যোগে সংগৃহীত করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

আইএসপিএবি ২০২৫ নির্বাচনে আমিনুল হাকিমের নেতৃত্বে ‘আইএসপি ইউনাইটেড’ প্যানেল

টেকভিশন২৪ ডেস্ক: আসন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের...

পাঠাও ক্যাম্পাস এলিভেশন প্রোগ্রাম ব্যাচ ২ শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় বৃহৎ ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও শুরু...

সর্বশেষ

দেশে দক্ষতা ও নিরাপত্তা বৃদ্ধিতে ভূমিকা রাখছে মোবাইল ফোন

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল ফোনের কল্যাণে আরও স্মার্ট জীবন যাপন...

শাওমির ১০ কোটি টাকার ঈদ ক্যাম্পেইন

টেকভিশন২৪ ডেস্ক: আসন্ন ঈদ উল আযহাকে ঘিরে ১০ কোটি...

ডিআইইউতে ‘ইঞ্জিনিয়ার দিবস ২০২৫’ উদযাপিত

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকে রূপদানকারী প্রকৌশলীদের সৃজনশীলতা, উদ্ভাবন এবং অক্লান্ত...

দেশের প্রযুক্তি বাজারে এলো ফিলিপসের সর্বাধুনিক মনিটর

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ববিখ্যাত ইলেকট্রনিক্স ব্র্যান্ড ফিলিপস-এর নতুন মডেলের (ইভনিয়া...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img