এইউএপি-এর সাধারণ সম্মেলনের সমাপনী অনুষ্ঠান: ৩০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শতাধিক সমঝোতা

এইউএপি
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বাগতিকতায় আয়োজিত এইউএপি’র  ১৫তম সাধারন সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ। এসময়  উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল এসোসিয়েসন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস (আইইউএপি)’র সভাপতি ড. ফার্নান্দো লিয়েন গ্রেসিয়া, এসোসিয়েশন অফ ইউনিভার্সিটিজ অফ এশিয়া প্যাসিফিক (এইউএপি) এর সভাপতি ড. পিটার পি লওরেল, এইউএপি’র নবনির্বাচিত সভাপতি ( ২০২৩-২৯২৪) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান।

টেকভিশন২৪ ডেস্কঃ ড্যাফোডিল বিশ্ববিদ্যালযের স্বাগতিকতায় আয়োজিত এসোসিয়েশন অব দ্যা ইউনিভার্সিটি অব এশিয়া এন্ড দ্যা প্যাসিফিক’ (এইউএপি) এর ১৫তম সাধারন সম্মেলনের সমাপনী দিবসে শতাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাকার আশুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে  আজ ১৬ নভেম্বর ( বুধবার) ১০ টি দেশের ৩০ টি বিশ্ববিদ্যালয়ের এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।  সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল এসোসিয়েসন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস (আইইউএপি)’র সভাপতি ড. ফার্নান্দো লিয়েন গ্রেসিয়া, এসোসিয়েশন অফ ইউনিভার্সিটিজ অফ এশিয়া প্যাসিফিক (এইউএপি) এর সভাপতি ড. পিটার পি লওরেল, এইউএপি’র নবনির্বাচিত সভাপতি ( ২০২৩-২৯২৪) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান।

সমঝোতা স্বাক্ষরে ছাত্র এবং অনুষদ বিনিময়, একসাথে একাডেমিক এবং গবেষণা প্রোগ্রামগুলির বিকাশ এবং কোর্স ভাগাভাগি এবং যুগ্মকরণের উপর দৃষ্টি নিবদ্ধ করে। এই সমঝোতা স্মারকগুলি এখন ১০টি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অনেকগুলো কার্যক্রমের দিকে নিয়ে যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. বিশ্বজিৎ চন্দ। তিনি বলেন, যেহেতু এইউএপি-এ এশিয়া প্যাসিফিকের বাইরের বিশ্ববিদ্যালয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে, তাই বিভিন্ন বিশ^বিদ্যালয়ের একত্রিকরণ করা দেখে ভাল লাগছে এবং ৪র্থ শিল্প বিপ্লব যুগে প্রযুক্তি এবং তাদের সামাজিক প্রয়োগগুলোতে অধ্যয়ন এবং গবেষণায় প্রচুর সহযোগিতাম‚লক প্রচেষ্টা হতে পারে। ড. চন্দ বাংলাদেশের দক্ষ বিশ্ববিদ্যালয়গুলোকে বিদেশে সম্প্রসারণ এবং কার্যকরভাবে বিশ্বায়নের জন্য উৎসাহিত করেন।

অনুষ্ঠানে এইউএপি-এর নবনির্বাচিত সভাপতি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মোঃ সবুর খান সকল অতিথিকে স্বাগত জানান এবং বলেন, ‘সকল অতিথিকে স্বাগত জানান এবং বলেন, এইউএপি এখন মহামারী পরবর্তী শিক্ষার ভবিষ্যত গড়ে তোলার জন্য কাজ করবে।’

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), বাংলাদেশের একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়। ফিলিপাইন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভারত, রোমানিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রুনাই, বাংলাদেশ ইত্যাদি থেকে আগত বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নেতাদের সমন্বয়ে এই সংস্থার সম্মেলনের আয়োজন করে। ১৪ তারিখ, ঢাকার ধানমন্ডিতে ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কে অনুষ্ঠানটির সূচনা হয়। এরপর ১৫ নভেম্বর রেডিসন বøুতে দ্বিতীয় দিনের আয়োজন করা হয়। এদিন ড. মোঃ সবুর খান এইউএপি-এর এর নতুন নির্বাচিত সভাপতি হিসেবে শপথ নেন। এছাড়া অতিথিরা দুই সেশনে ভবিষ্যৎ উচ্চশিক্ষা কাঠামো নিয়ে আলোচনায় অংশ নেন।

তিন দিনের ইভেন্ট চলাকালীন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এইউএপি–এর ৩০ টিরও বেশি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের নেতারা তিনটি বিষয়ে মতবিনিময় করেছেন। সেগুলো হল, উচ্চ শিক্ষার জন্য প্রযুক্তি ব্যবহার করে অনলাইন থেকে মিশ্র শিক্ষা, শিক্ষা ব্যবস্থায় পরীক্ষাম‚লক ও ব্যবহারিক উপাদান, প্রকল্প-ভিত্তিক শিক্ষাদান।

এইউএপি-এর প্রাথমিক উদ্দেশ্য এবং লক্ষ্য হল এই সংস্থার সদস্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতার সৌহার্দ্যপ‚র্ণ সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক উন্নয়নের জন্য একটি আধুনিক এবং কার্যকরী প্ল্যাটফর্ম তৈরি করা।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন