টেসলার ৩৯৫ কোটি ডলারের শেয়ার বিক্রি করলেন ইলন মাস্ক

ইলন মাস্ক
টেসলা

টেকভিশন২৪ ডেস্কঃ টুইটার কেনার কয়েকদিনের মধ্যে নিজের ইলেক্ট্রিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার আরও ১ কোটি ৯৫ লাখ শেয়ার বিক্রি করলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ ফাইলিংয়ে দেখা গেছে, টেসলার প্রায় ৩৯৫ কোটি মার্কিন ডলারের শেয়ার বিক্রি করে দিয়েছেন মাস্ক।

ধারণা করা হচ্ছে, মাত্র দুই সপ্তাহ আগে টুইটার কেনার জন্য ৪৪ বিলিয়ন ডলার খরচ করেছেন ইলন মাস্ক। সেই বিনিয়োগের পুঁজি যোগাতে বিপুল পরিমাণ টেসলার শেয়ার বিক্রি করতে হয়েছে।

এর আগে চলতি বছরের মে মাসে টুইটার কিনতে নগদ অর্থ সংগ্রহ করতে টেসলার ৮৫০ কোটি (৮.৫ বিলিয়ন) মার্কিন ডলার মূল্যের শেয়ার বিক্রি করেছিলেন বিশ্বের এই শীর্ষ ধনী।

আগস্টে বিক্রি করেছিলেন ৬.৯ বিলিয়ন ডলারের শেয়ার। সে সময় এক টুইটে টেসলার শেয়ার আর বিক্রির পরিকল্পনা নেই বলে জানিয়েছিলেন মাস্ক।

 

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন