বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৩:৩৯ অপরাহ্ণ
28 C
Dhaka

আর্মি আইবিএ আইটি ক্লাব উদ্বোধন করেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

টেকভিশন২৪ ডেস্ক: সাভার ক্যান্টনমেন্টের আর্মি আইবিএ অডিটোরিয়ামে গত ২৬ নভেম্বর ‘প্রযুক্তি, উদ্ভাবন ও শিক্ষা: ভবিষ্যতের দিগন্ত’ শীর্ষক এক বিশেষ আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে আর্মি আইবিএ আইটি ক্লাব এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

- Advertisement -

অনুষ্ঠানে অতিথিরা প্রযুক্তি শিক্ষার ভবিষ্যৎ দিকনির্দেশনা, উদ্ভাবন, নেতৃত্ব এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রুহুল আমিন বলেন, ভবিষ্যতের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল দক্ষতা অপরিহার্য। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের হাতে-কলমে শেখার বাস্তব সুযোগ সৃষ্টি করে।

আর্মি আইবিএ এর পরিচালক এবং আইটি ক্লাবের চিফ পেট্রন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ শাহেদ রহমান (অবঃ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) সভাপতি ও ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সহ-সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন। তিনি তাঁর বক্তব্যে ডিজিটাল ট্রান্সফরমেশন, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পরিবর্তনশীল বৈশ্বিক প্রযুক্তি ব্যবস্থার সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলাচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কানেক্টিয়া–র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্রিটিশ কাউন্সিল অ্যালামনাই ইউকে প্রোগ্রামের সাউথ এশিয়া রিজিওনাল অ্যাম্বেসেডর কাজী হাসান রবিন। তিনি আন্তর্জাতিক সংযোগ, বাস্তব অভিজ্ঞতা এবং শিল্প–খাতে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম) এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন। তিনি শিক্ষার্থীদের কাছে প্রযুক্তির দায়িত্বশীল ও ইতিবাচক ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যৎ কর্মবাজারে এ দক্ষতার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীরা যদি আইসিটি দক্ষতা, উদ্ভাবনী মানসিকতা ও ডিজিটাল সক্ষমতা অর্জন করতে পারে, তবে তারা ভবিষ্যতে শুধু চাকরিজীবী নয়- বরং উদ্ভাবক, উদ্যোক্তা ও সফল ব্যবসায়ি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। তারা আশা প্রকাশ করেন, আইটি ক্লাবের কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা, সমস্যা সমাধান, নেতৃত্ব বিকাশ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় নবগঠিত আইটি ক্লাবের নেতৃবৃন্দের পরিচিতি ঘোষণা করা হয়। ক্লাবের উপদেষ্টা- সহকারী অধ্যাপক আফজাল হোসাইন; সভাপতি- ফাওজিয়া তাসনিম অন্তরা; সহ-সভাপতি- তানভীর আহমেদ, ইফতেখার আহমেদ ও নিশাত আহমেদ; সদস্য: হাসনাত রাগীব মান্নান ও আবু বকর সিদ্দিক

এই সপ্তাহের জনপ্রিয়

টেলিকমে পুরানো লাইসেন্স পলিসিতে ফিরে যাবার সুযোগ নাই

টেলিকমে পুরনো লাইসেন্স পলিসিতে ফিরে যাওয়ার সুযোগ নেই বলে...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সেমিকন্ডাক্টর ডিজাইন ও গবেষণা সহযোগিতায় ব্র্যাক ইউনিভার্সিটি ও এসবিআইটির চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটি সম্প্রতি সেমিকন্ডাক্টর ডিজাইনার প্রতিষ্ঠান এসবিআইটি...

সর্বশেষ

বাহরাইনে উইটসার বোর্ড মিটিংয়ে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: বাহরাইনের রাজধানী মানামায় তাদের বোর্ড মিটিংয়ের আয়োজন...

ডিজিটাল অভিজ্ঞতার মানোন্নয়নে একজোট বাংলালিংক ও হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতা আরও উন্নত করতে...

দেশীয় ‘কনভে’ প্ল্যাটফর্মে বিটিআরসি পাবলিক হিয়ারিং ২০২৫ অনুষ্ঠিত

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আয়োজিত ষষ্ঠতম বার্ষিক “গণশুনানি...

তরুণদেরকে সংস্কৃতিমুখী করতে নতুন উদ্যোগ ‘তারা’

টেকভিশন২৪ ডেস্ক: সংস্কৃতি মানুষের জীবনধারার প্রতিফলন। একটি দেশের সংস্কৃতি...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img