টেকভিশন২৪ ডেস্ক: আগামী ১৭ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর বাণিজ্যিক সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)- এর ২০২৫-২০২৭ মেয়াদের ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ (ইসি)-এর নির্বাচন। ১৭ মে শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচনের ভোট গ্রহণ চলবে। নির্বাচন ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে।
আইএসপিএবি’র ২০২৫-২০২৭ মেয়াদের ইসি নির্বাচনে সাধারণ ক্যাটাগরিতে ভোটার হলেন ২৬৩। সহযোগী ক্যাটাগরিতে ভোটার হলেন ৬৬৩। ১৭ মে ভোট গ্রহণ শেষে একই দিন ভোট গণনা করা হবে। তাতে সর্বোচ্চ ভোট প্রাপ্ত সাধারণ ক্যাটাগরি থেকে ৯ জন ও সহযোগী ক্যাটাগরি থেকে ৪ জন, মোট ১৩ জনকে নির্বাচিত ঘোষণা করা হবে। পরবর্তীতে আগামী ১৮ মে (রবিবার) নির্বাচিত এই ১৩ জন তাদের মধ্য হতে কার্যনির্বাহী পরিষদের (ইসি) পদ বণ্টনের নির্বাচন করবেন।
আইএসপিএবি’র এবারের নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ২৭ জন। এর মধ্যে সাধারণ ক্যাটাগরিতে ৯ পদের বিপরীতে ১৭টি এবং সহযোগী ক্যাটাগরিতে ৪ পদের বিপরীতে ১০টি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এবারের নির্বাচনে মনোনয়ন পত্র মূল্য দ্বিগুণ করা হয়েছে। পরিচালক পদে সাধারণ ক্যাটাগরির এক লাখ টাকা এবং সহযোগী ক্যাটাগরির জন্য পঞ্চাশ হাজার টাকা। চূড়ান্ত ভোটার তালিকা সংগ্রহ করতে ব্যয় করতে হবে এক হাজার টাকা।
নির্বাচনী তফসীল অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল বিকাল ৪টায় বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২৭ এপ্রিল বিকেলে ৫টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এর আগে বেলা ২টা পর্যন্ত প্রার্থীতা প্রতাহারের সুযোগ থাকবে।
আইএসপিএবি’র এবারের নির্বাচনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং সদস্যদ্বয় হলেন সহকারী অ্যার্টনী জেনারেল মো. এরশাদ হোসেন (রাশেদ) ও সহকারী অ্যার্টনী জেনারেল অ্যাডভোকেট রাকিব হাসান। নির্বাচনী আপীল বোর্ডের চেয়ারম্যান হলেন বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ডা. এ কে এম শামছুল আলম এবং সদস্যদ্বয় হলেন লেফটেনেন্ট কর্নেল (অব.) আহম্মেদ দানিয়া ইসলাম ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট মো. নিহার হোসেন (ফারুক)।