আসছে অ্যাপল এর চালকবিহীন গাড়ি

অ্যাপল

টেকভিশন২৪ ডেস্কঃ স্টিয়ারিং হুইল ছাড়া চালকহীন গাড়ি তৈরি করা যে সম্ভব নয়, তা স্বীকার করে নিয়েছে অ্যাপল। এমন অবস্থায় স্টিয়ারিং হুইল এবং প্যাডাল যুক্ত গাড়ি বাজারে আনার চিন্তা ভাবনা চলছে। তবে তা সম্পূর্ণ স্বয়ংক্রিয় গাড়ির প্রযুক্তি মেনেই তৈরি করা হবে।

শুরুতে অ্যাপলের লক্ষ্য ছিল, গাড়িতে পঞ্চম পর্যায়ের অটোনোমাস ড্রাইভিং প্রযুক্তি প্রয়োগ করা। যা এখন পর্যন্ত বিশ্বের অন্য কোনো প্রতিষ্ঠান করে দেখাতে পারেনি। সীমাবদ্ধতার কারণে তা থেকে কিছুটা সরে আসছে অ্যাপল।

বিশেষজ্ঞরা বলছেন, একাধিক আধুনিক প্রযুক্তির ব্যবহার হবে এই গাড়িতে। এতে একাধিক সেন্সর ব্যবহার করা হবে। মূলত এই সেন্সরগুলো কাজে লাগিয়েই রাস্তার মাপ কিংবা যানজট বুঝতে পারবে গাড়িটি।

পেট্রল-ডিজেলের মতো জীবাশ্ম জ্বালানি নয়, গাড়িটি হবে পুরোপুরি বিদ্যুতচালিত। এতে থাকবে অত্যাধুনিক মনোসেল ব্যাটারি।

প্রস্তাবিত নকশা বলছে, গাড়িতে কোনো জানালা থাকবে না। ভিআর প্রযুক্তির (ভার্চুয়াল রিয়ালিটি) মাধ্যমে গাড়ির বাইরে কী হচ্ছে, তা বুঝতে পারবেন যাত্রীরা।  অ্যাপল কর্তৃপক্ষের দাবি, মোশন সিকনেসের সমস্যা কমাতেই তারা এই পদক্ষেপ নিয়েছে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন