সাইবার হামলার শিকার অপটাস

অপটাস
অপটাস

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রেলিয়ার টেলিকমিউনিকেশন খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান অপটাস সম্প্রতি সাইবার হামলার শিকার হয়েছে। ধারণা করা হচ্ছে, অস্ট্রেলিয়ার এই প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো বড় ধরনের এই সাইবার আক্রমণের শিকার হয়েছে।

ফলে প্রতিষ্ঠানটির প্রায় কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য বেহাত হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম জানিয়েছে, এই সপ্তাহে মুক্তিপণের হুমকি, উত্তেজনাকর পরিস্থিতিসহ আরও কিছু নাটকীয় ঘটনা দেখা গেছে। ফলে এটি হ্যাকের ঘটনা কি-না তা যাচাই করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
জানা গেছে, অপটাস এমন হামলার সম্মুখীন হওয়ার ২৪ ঘণ্টা পর বিষয়টি জানতে পারে।

আরও জানা গেছে, প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান গ্রাহকদের তথ্য চুরি হয়েছে। এর মধ্যে রয়েছে নাম, জন্মতারিখ, ফোন নাম্বার, ই-মেইল আইডি, পাসপোর্ট নাম্বার এবং ড্রাইভিং লাইসেন্স নাম্বার।

 

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন