শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৬:৪৯ পূর্বাহ্ণ
13 C
Dhaka

অনলাইনেই শুরু ৪র্থ বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের একটিভেশন

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের বিগত তিন আসরে স্বর্ণপদক অর্জনসহ বাংলাদেশ দলের অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতায় শুরু হলো ৪র্থ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (বিডিআরও) ২০২১ এর অনলাইন একটিভেশন কার্যক্রম।

- Advertisement -

এ বছর ২০০৩ সালের ১ জানুয়ারি বা তারপর জন্মগ্রহণ করা যে কোন শিক্ষার্থী বিডিআরও ২০২১ -এ অংশ নিতে পারবে।

১০ জুলাই অনুষ্ঠিত ১ম অনলাইন একটিভেশনে বিডিআরও সম্পর্কে ধারণা দেয়া হয়। এর পাশাপাশি এবারের প্রতিযোগিতাগুলো সম্পর্কে আলোচনা করেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের মেন্টরবৃন্দ। এর পাশাপাশি অংশগ্রহণকারীরা প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে রোবট অলিম্পিয়াডের জন্য প্রস্তুত হবার নানা বিষয় সম্পর্কে জানতে পেরেছে।

এবছর ৫ টি ক্যাটাগরিতে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে বলে আয়োজকেরা জানান। ক্যাটাগরিগুলো হল- রোবট ইন মুভি, ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবট গ্যাদারিং, রোবটিক কুইজ এবং রোবটিক্স কুইক কুইজ।

রোবট গ্যাদারিং ও রোবটিক কুইজ একক প্রতিযোগিতা এবং ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবট ইন মুভি ও রোবটিক্স কুইক কুইজ দলগত প্রতিযোগিতা। এর মধ্যে শুধুমাত্র কুইজ প্রতিযোগিতাগুলো বাংলাদেশ রোবট অলিম্পিয়াড অংশের জন্য আয়োজিত হবে এবং অন্য তিনটি প্রতিযোগিতা দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ২৩তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের দল গঠনের লক্ষ্যে আন্তর্জাতিক পর্বের নিয়ম অনুসারে অনুষ্ঠিত হবে। প্রতিটি প্রতিযোগিতা জুনিয়র এবং চ্যালেঞ্জ (সিনিয়র) – এই দুইটি ভাগে বিভক্ত থাকবে। যে সকল প্রতিযোগীর জন্ম ২০০৩ থেকে ২০০৮ সালের মধ্যে তারা চ্যালেঞ্জ (সিনিয়র) গ্রুপে এবং যাদের জন্ম ২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে তারা জুনিয়র গ্রুপে প্রতিযোগিতা করতে পারবে। একজন প্রতিযোগী তার পছন্দমত যতগুলো ইচ্ছা ততগুলো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

উল্লেখ্য, এইবছরের বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের কার্যক্রম শুরু হয়েছিল জানুয়ারি মাসে ২০২০ সালের আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে স্বর্ণপদক বিজয়ী চার খুদে রোবটবিদ মিসবাহ উদ্দিন ইনান, যাইমা জাহিন ওয়ারা, নাশীতাত যাইনাহ রহমান ও কাজী মোস্তাহিদ লাবিবের অভিজ্ঞতা বিনিময় সেশনের মাধ্যমে। প্রতিমাসেই বাংলাদেশ রোবট অলিম্পিয়াড কর্তৃপক্ষ শিশু-কিশোরদের রোবটিক্সে আরও আগ্রহী করতে বিভিন্ন অনলাইন কর্মশালা, ওয়েবিনার, অনলাইন সিমুলেশন, বিভিন্ন প্রতিযোগিতা ইত্যাদি আয়োজন করছে। তারই ধারাবাহিকতায় আজ থেকে অনলাইন একটিভেশন শুরু হল এবং পর্যায়ক্রমে সামনের মাসগুলোতে খুদে রোবটবিদদের প্রস্তুতির জন্য বিভিন্ন অনলাইন ক্লাস ও প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। এ ক্লাসগুলোতে কিভাবে অংশগ্রহণ করা যাবে সে ব্যাপারেও ঘোষণা দেয়া হবে বিডিআরও এর অফিসিয়াল ফেসবুক পেইজে। আগ্রহীরা এ ক্লাসগুলোও বিডিআরও পেজ থেকে দেখে নিতে পারবে বলে জানিয়েছেন বিডিআরও এর মেন্টররা।

আয়োজকেরা আরও জানান এ বছরের বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের মূল থিম- “Social Robot”। বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০১৯ এর আয়োজক বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। বাস্তবায়ন সহযোগী বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। কোভিড-১৯ এর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবছর অনলাইনে ৪র্থ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২১ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আয়োজন করা হতে পারে বলে জানান বাংলাদেশ রোবট অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. লাফিফা জামাল।

উল্লেখ্য যে ২০১৮ সালে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত ২০তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল প্রথমঅংশগ্রহণ করেই একটি স্বর্ণপদক, দুইটি হাইলি কমেন্ডেড পদক এবং একটি টেকনিক্যাল পদক অর্জন করে এবং ২০১৯ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত ২১ তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল একটি স্বর্ণপদক, দুইটি রৌপ্য, ছয়টি ব্রোঞ্জ এবং একটি কারিগরি পদকসহ মোট ১০টি পদক অর্জন করে। সবশেষ ২০২০ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ২২ তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অনলাইনে বাংলাদেশ দল অংশগ্রহণ করে অর্জন করে নেয় ২ টি স্বর্ণপদক, ২ টি রৌপ্যপদক, ৫ টি ব্রোঞ্জ পদক ও ৬ টি কারিগরি পদক। বহু সীমাবদ্ধতার মধ্য দিয়েও বাংলাদেশ দলের এ অর্জন আমাদের জন্য গৌরব বয়ে এনেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

২০২৫ সালে বাংলাদেশে টিকটকের শীর্ষ সার্চ তালিকা প্রকাশ

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালে বাংলাদেশে সবচেয়ে বেশি সার্চ...

ওয়াই-ফাই কলিং প্রযুক্তি চালু করলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: ভয়েস ওভার ওয়াই-ফাই (ভিওওয়াইফাই) প্রযুক্তি ব্যবহার করে...

সর্বশেষ

রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় ঝটিকা অভিযান...

নিউইয়র্কে গ্লোবাল বিজনেস সামিটে অংশ নেবেন ৫০ দেশের ব্যবসায়ী নেতারা

টেকভিশন২৪ ডেস্ক: ‘বিশ্বের সঙ্গে আপনার ব্যবসাকে সংযুক্ত করুন’ প্রতিপাদ্যে...

ইউআইটিএসের সঙ্গে ইন্দোনেশিয়ার ইউএসআই ও স্টেকম বিশ্ববিদ্যালয়ের স্মারক স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)...

এনএসডিএ পরিদর্শন ও মতবিনিময় সভায় লুৎফে সিদ্দিকী

টেকভিশন২৪ ডেস্ক : প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img