টেকভিশন২৪ ডেস্ক: একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একজন গ্রাহক সকল অপারেটর মিলিয়ে সর্বোচ্চ ১৫টি সিম রেজিস্ট্রেশন করতে পারবেন।
বর্তমানে যেসকল গ্রাহকের নিবন্ধিত সিমের সংখ্যা ১৫টির অধিক রয়েছে, সেসকল গ্রাহকদেরকে তাদের পছন্দ অনুযায়ী ১৫টি সিম রেখে অতিরিক্ত সিম অনিবন্ধন করার জন্য আহ্বান জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
৩০ অক্টোবর, রোববার বিটিআরসি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে জানিয়েছে, যেসকল গ্রাহকের নিবন্ধিত সিমের সংখ্যা ১৫টির অধিক রয়েছে তাদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে ১৫টিতে নামিয়ে আনার অনুরোধ জানানো হলো।
নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম অনিবন্ধনে ব্যর্থ হলে, বিটিআরসি কর্তৃক দৈবচয়ন পদ্ধতিতে গ্রাহকের অতিরিক্ত সিম অনিবন্ধন করা হবে।
মোবাইল ফোন অপারেটরদের গ্রাহক সেবা কেন্দ্রে গিয়ে সিম অনিবন্ধন করার সুযোগ থাকছে।
এর আগের এক রিপোর্টে বিটিআরসি জানিয়েছে, সাত লাখ ২৩ হাজার গ্রাহক নির্ধারিত সংখ্যার চেয়েও অতিরিক্ত ৩০ লাখ সিম নিয়েছেন। এসকল সিম ১৫ নভেম্বরের পর বন্ধ হতে যাচ্ছে।