টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর এনফোর্সমেন্ট এন্ড ইন্সপেকশন টিম ও শেরেবাংলা নগর থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর ফার্মগেট এলাকার সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্সের ১৩টি দোকানে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের অনুমোদনবিহীন মোবাইল হ্যান্ডসেট জব্দ করা হয়েছে।
- Advertisement -
বিটিআরসি’র নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার বিকেলে পরিচালিত এ যৌথ অপারেশনে এসব মোবাইল হ্যান্ডসেট জব্দ করা হয়।
এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১, (সংশোধিত-২০১০) অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


