নাগরিক সুবিধাকে ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে আরো বেশি সহজ করার অঙ্গীকার

ব্লকচেইন

টেকভিশন২৪ ডেস্ক:  ব্লকচেইন টেকনোলজি হল এক ধরনের ডিজিটাল লেজার টেকনোলজি যা তথ্য রেকর্ড করে।  বিশেষ করে লেনদেনের তথ্য। এমনভাবে করে যাতে সেগুলো পরিবর্তন করা, হ্যাক করা, দুর্নীতি করা বা সিস্টেমে প্রতারণা করা প্রায় অসাধ্য। এই লেনদেনগুলি ব্লকচেইনে কম্পিউটার সিস্টেমের সম্পূর্ণ নেটওয়ার্কের সঙ্গে বিতরণ এবং রেকর্ড করা হয়। 

সম্প্রতি আইসিটি শিল্পে ব্লকচেইন সফটওয়্যার প্রকৌশলী হতে আগ্রহী স্নাতকদের সফটওয়্যার ইন্ডাস্ট্রির চাহিদা, প্র্যাকটিস এবং প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে জানানোর জন্য আয়োজন করা হলো দুইদিনব্যাপী Affine ব্লকচেইন হ্যাকাথন ২০২২।  স্নাতক পড়ুয়াদের জন্য বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে এ হ্যাকাথনে সারা বাংলাদেশ থেকে ২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বাংলাদেশের দুটি শীর্ষস্থানীয় Web3 কোম্পানি Wind এবং Anchorblock- এর যৌথ পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই আয়োজনে বিজয়ীদেরকে সর্বমোট দেড় লক্ষ টাকার প্রাইজমানি দেয়া হয়।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক বিশিষ্ট আইসিটি বিশেষজ্ঞ মুনির হাসান গত ২৯ অক্টোবর তারিখে হ্যাকাথনের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে এই প্রাইজমানি তুলে দেন।  শিক্ষার্থীরা মোট ৯ টা দলে ভাগ হয়ে এ হ্যাকাথনে অংশ নেয়।  প্রতিটা টিম একটা নির্দিষ্ট আইডিয়ার উপর একটা প্রডাক্ট তৈরি করে।  হ্যাকাথনের শেষ দিনে বিচারকদের সামনে তাদের তৈরী করা  নির্দিষ্ট প্রডাক্ট উপস্থাপন করে। 

দুইটি দলকে যৌথভাবে বিযয়ী ও ২ টি দলকে যৌথ ভাবে রানার আপ ঘোষণা করা হয়। বিজয়ী দল গুলির মধ্যে টিম নয়েজ এ সদস্যরা হলেন সামান রাহি, সিহান তাওসিক, সানভিরাজ জাহিন হক এবং ব্লক এক্সপ্লোরার এর সদস্যরা হলেন সাইফুল নবি, সাব্বির আহমেদ ও আতিক আহাম্মেদ।  রানার আপ দল গুলির মধ্যে টিম বুয়েট বিক্ৰিপ্ট থেকে ছিলেন হাসান মাছুম, মোহাম্মদ জাহেদুল কারিম ও মোহাম্মদ তামিমুল এহসান।  ও অপর দল বাস চলবে থেকে ছিলেন ইসমাম তাসিন, রাব্বি হোসেন ও আজাদ আহমেদ।  

দেশের বিভিন্ন নাগরিক সুবিধা যেমন – জাতীয় পরিচয়পত্র যাচাই করা, বৈদেশিক মুদ্রা দেশে পাঠানোর পক্রিয়া, বিভিন্ন সার্টিফিকেট যাচাই করা সহ বিভিন্ন সমস্যাকে ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে কিভাবে সমাধান করা যেতে পারে, তার একটা বাস্তব উপস্থাপন ছিল এই হ্যাকাথনে বিজয়ীদের করা বিভিন্ন প্রডাক্টে।   

এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান Affine এর প্রধান কারিগরি কর্মকর্তা তারিক আদনান মুন এ হ্যাকাথনে ডেসেন্ট্রালাইজ ফাইনান্স ও Web3 নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। ব্লকচেইন প্রযুক্তি নিয়ে আমাদের দেশে থাকা খুব কম সংখ্যক ব্লকচেইন প্রকৌশলীদের পাশাপাশি স্থানীয় টেকি স্নাতকেরাও কাজ শুরু করবে বলে তিনি বিশ্বাস করেন।  এ ধরনের হ্যাকাথন আয়োজন আমাদের দেশের শিক্ষার্থীদের জন্য অনেক বেশি সহায়ক হবে।  

আয়োজন প্রসঙ্গে আয়োজকেরা জানান – সদ্য বিশ্ববিদ্যালয় স্নাতকদের তত্ত্বীয় ভিত্তিটা খুব ভাল হয়।  কিন্তু, কখনো কখনো বাস্তব অভিজ্ঞতার অভাবে আরদ্ধ জ্ঞান প্রয়োগে সীমাবদ্ধতা তৈরি হয়। এছাড়া পড়ার সময় ইন্ডাস্ট্রি এক্সপোজারের সুযোগও সবাই পায় না। ফলে, কিছুটা ঘাটতি থেকেই যায়।  এই হ্যাকাথনের উদ্দেশ্য অংশগ্রহণকারীদের এই ঘাটতি দূরীকরণে সাহায্য করা এবং ইন্ডাস্ট্রির কিছু মৌলিক প্র্যাকটিসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।  বিশ্ববিদ্যালয় উত্তীর্ণ এবং আইটি ইন্ডাস্ট্রিতে ব্লকচেইন সফটওয়্যার প্রকোশলী হিসাবে যোগ দিতে আগ্রহীদের জন্যই এই হ্যাকাথন।

এই হ্যাকাথন থেকে নির্বাচিতদের দেশের বিভিন্ন ওয়েব৩ কোম্পানীতে ইন্টার্নশীপ ও ফেলোশীপের সুযোগ দেওয়া হবে। এমন হ্যাকাথন আয়োজন ব্লকচেইন সফটওয়্যার সম্পর্কে ধারণা দেয়ার পাশাপাশি আগ্রহীদেরকে ব্লকচেইন সফটওয়্যার প্রকোশলী হিসেবে গড়ে তুলতে আরো বেশি সহায়ক হবে ।  এর পাশাপাশি আমাদের দেশের কারিগরি কোম্পানিগুলো এগিয়ে আসলে এই ধরণের আয়োজনকে আরও বড়ো আকারে ছড়িয়ে দেওয়া সম্ভব।

উল্লেখ্য, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে দুইদিনব্যাপী Affine ব্লকচেইন হ্যাকাথন ২০২২ এর যৌথভাবে পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশের দুটি শীর্ষস্থানীয় Web3 কোম্পানি Wind এবং Anchorblock।  সার্বিক সহযোগিতায় বাংলার ম্যাথ এবং কম্পিউটার সার্ভিসেস লিমিটেড।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন