সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১১:৩৪ অপরাহ্ণ
22 C
Dhaka

প্রযুক্তি প্রতিষ্ঠান উইডেভস এ ৩০ কর্মী ছাঁটাই

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান উইডেভস একই দিনে ৩০ জন কর্মীকে ছাঁটাই করেছে। কর্মীদের অভিযোগ প্রতিষ্ঠানটি গত কয়েকমাস ধরেই ধাপে ধাপে কর্মী ছাঁটাই করে চলেছে।

- Advertisement -

তথ্যমতে, করোনাকালে একাধিক পণ্য ও সেবাসহ ব্যবসার সম্প্রসারণ করে ও কর্মী নিয়োগ দেয় উইডেভস। ১০০ জনের বেশি কর্মী নিয়োগ করে তারা। অভ্যন্তরীন সূত্র জানায়, প্ৰতিষ্ঠানটির সঙ্কটকালে কর্ণধারদের দুজন বাংলাদেশ ছেড়ে তুরস্কে থাকা শুরু করেন।

কর্মীদের মধ্যে হতাশার পাশাপাশি গুঞ্জন ছিল যে, উদ্যোক্তার হয়ত ক্রমশ রুগ্ন হয়ে পড়া প্রতিষ্ঠানটিকে বাঁচানোর জন্য যে উদ্যোগ নেয়া প্রয়োজন তা নেবেন না। এর মধ্যেই জুলাই মাসের শেষ দিনে একই সাথে ৩০ জন কর্মীর ছাটাইয়ের ঘটনাটি সামনে আসে। এর আগে প্রতিষ্ঠানটির সাবেক এক কর্মী প্রতিষ্ঠানটির রুগ্ন পরিস্থিতির কথা জানিয়েছিলেন।

তথ্যপ্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, উইডেভসের ক্ষেত্রে যা ঘটেছে তা নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারন নেই। আইটি খাতে দুর্যোগ হিসেবে একে কেউ দেখানোর চেষ্টা করলে সেটা ভুল হবে। উইডেভসে এ ঘটনা ইন্ডাস্ট্রির প্রতিফলন নয়। এটা উদ্যোক্তাদের আগ্রহের অভাব ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতা। এই ঘটনা বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রির জন্য কোন অশুভ বার্তা দিচ্ছে না, কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে।

এ বিষয়ে উইডেভসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

খাত সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, এমন সফল প্রতিষ্ঠান থেকে হুট করে কর্মী ছাঁটাই স্টার্টআপ খাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তথ্যপ্রযুক্তি দক্ষ কর্মীদের কাছে নেতিবাচক বার্তা গেলে তারা স্টার্টআপে যুক্ত হতে চাইবেন না। দেশের ব্র্যান্ডিং খারাপ হবে।

একধিক তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা নাম প্রকাশ না করে বলেন, দেশের তথ্যপ্রযুক্তির চিত্র এখন ভিন্ন। দেশেই নানা সুযোগ ও দক্ষ কর্মী পাওয়া যায়। কিন্তু দেশের কিছু উদ্যোক্তা বিদেশমুখী। তারা দেশে সফলতা পেলেও তা ভুলে বিদেশের সফলতা দেখতে দেশ ছাড়েন।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় নতুন কম্পিউটার মার্কেট উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর নিউ ইস্কাটন রোড গড়ে উঠছে প্রযুক্তিপণ্যের...

প্রথম প্রান্তিকে ওয়ালটনের প্রবৃদ্ধি ৪৮ শতাংশ

টেকভিশন২৪ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সংকটের প্রেক্ষিতে...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সর্বশেষ

অ্যাপল ছাড়ছেন সিইও টিম কুক

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলে সাম্প্রতিক বেশ কিছু বড় পরিবর্তনের পর...

‘জিপি শিল্ড’ চালু করলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের ম্যালওয়্যার, র‍্যানসমওয়্যার এবং ফিশিং আক্রমণসহ ক্রমবর্ধমান...

দক্ষিণ-দক্ষিণ সেমিকন্ডাক্টর সেতুবন্ধন গড়ে তুলছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) পেনাং-এ তিন...

বেসিস স্টুডেন্টস ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img