টিভি২৪ ডেস্ক : “আধুনিক বর্জ্য ব্যবস্থাপনাঃ বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২০ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সম্প্রতি, নোয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব ইসরাত সাদমীন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা ও উপজেলা নির্বাহী অফিসার, সদর ফারহানা জাহান উপমা।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: নোমান হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড মোহাম্মদ মহিনুজ্জামান, সহযোগী অধ্যাপক , পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।