টেকভিশন২৪ ডেস্ক: তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস জেনবুক সিরিজের নতুন ল্যাপটপ আনল। মডেল আসুস জেনবুক ১৪ ওলিড।এই ল্যাপটপে লেটেস্ট ইন্টেল ইভো এডিশন এআই-চালিত কোর আল্ট্রা প্রসেসর দেওয়া হয়েছে।
ভালো পারফরম্যান্স এবং কম ব্যাটারি খরচের জন্য একটি এক্সক্লুসিভ ইন্টেল আর্ক গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে।আসুস জেনবুক ১৪ ওলিড ২০২৪ মডেলের ল্যাপটপে ১৪ ইঞ্চির ওলিড ডিসপ্লে প্যানেল রয়েছে। ল্যাপটপটিতে ইন্টেল কোর আল্ট্রা প্রসেসর (কোর আল্ট্রা ৫, কোর আল্ট্রা ৭ এবং কোর আল্ট্রা ৯) ব্যবহার করা হয়েছে।নতুন ল্যাপটপটিতে ৩২ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম রয়েছে।
স্টোরেজ ১ টেরবাইট। ল্যাপটপটির ওজন ১.২ কেজি।ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে ল্যাপটপে একটি ৭৫ কিলোওয়াটের ব্যাটারি প্যাক রয়েছে। যা ৬৫ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট করে।
এই ল্যাপটপ চলবে উইন্ডোজ ১১ হোম এডিশনে। অন্যান্য ফিচারগুলোর মধ্যে রয়েছে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ স্টেরিও স্পিকার, একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং একটি ইনফ্রারেড ওয়েবক্যাম।