টেকভিশন২৪ ডেস্ক: কয়েক বছর আগে অ্যাপল যখন ৩.৫এমএম হেডফোন জ্যাক ছাড়াই আইফোন নিয়ে আসে তখন কিছু অ্যান্ড্রয়েড ফোন নির্মাতারাও সেটি বাস্তবায়ন শুরু করে। ইতিহাসের আবার পুনরাবৃত্তি ঘটছে।
গত অক্টোবরে অ্যাপল আইফোন ১২ সিরিজ উন্মোচন করে, যেখানে পরিবেশ রক্ষার যুক্তিতে বক্সে চার্জার ও ইয়ারফোন দেয়া হয়নি। সেই পথে হাটছে শাওমি।
শাওমির প্রধান নির্বাহী কর্মকর্তা নিশ্চিত করেছেন, আগামী ২৮ ডিসেম্বর বাজারে আসতে যাওয়া এমআই১১ ফোনের রিটেইল প্যাকেজে কোনো চার্জার থাকবে না। যদিও অনেক গ্রাহকের ক্ষেত্রে এটি যথাযথ হবে না বলে তিনি মন্তব্য করেছেন।
এমআই ১১ এর রিটেইল বক্স শুধুমাত্র আগের বক্সের থেকে পাতলা নয়, এতে মাত্র কয়েকটি ফিচার উল্লেখ করা হয়েছে।
আ/২৮/১২/২০