শুক্রবার, ৯ মে, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ণ
35 C
Dhaka

গার্লস ইন আইসিটি দিবসে লুনা শামসুদ্দোহা ডেভ ম্যানিয়া প্রকল্প প্রতিযোগিতা

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি খাতে বাংলাদেশী নারীদের অবদান উদযাপনের পাশাপাশি অংশগ্রহণ বাড়ানোর জন্য বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) আয়োজন করল লুনা শামসুদ্দোহা আইসিটি ডে সেলিব্রেশনের। আন্তর্জাতিক গার্লস ইন আইসিটি দিবস ২০২৩ উপলক্ষে এ আয়োজন করা হয়। এর আওতায় “অল গার্লস প্রোগ্রামিং কনটেস্ট” শিরোনামে প্রোগ্রামিং প্রতিযোগিতার পাশাপাশি প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশের মেয়ে শিক্ষার্থীদের প্রোগ্রামিং দক্ষতা এবং এক্ষেত্রে তাদের আইডিয়াগুলি প্রদর্শন করতে উত্সাহিত করার জন্য ডেভ ম্যানিয়া প্রকল্প প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের পাশাপাশি পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত মেয়ে শিক্ষার্থীরা তাদের প্রকল্প নিয়ে এ প্রতিযোগিতায় অংশ নেয়। সাধারণ, আর্থিক সেবা, শিক্ষাবিষয়ক এবং স্বাস্থ্যসেবা – এই চারক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের উপরে এ প্রকল্প প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নিবন্ধন করার সময়ই শিক্ষার্থীরা তাদের নিজেদের প্রকল্প/আইডিয়া বর্ণনা করে একটি বিশদ ধারণাপত্র জমা দেয়। প্রতিযোগিতা চলাকালীন সময়ে প্রকল্পের একটি লাইভ ডেমোসহ অংশগ্রহণকারীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়।  উদ্ভাবনের স্তর, সম্ভাব্য প্রভাব এবং ধারণার ব্যবহারিকতার উপর ভিত্তি করে প্রতিটি প্রকল্পের মূল্যায়নের পরে বিজয়ীদেরকে আকর্ষণীয় পুরস্কার এবং সনদপত্র প্রদান করা হয়।

এ আয়োজন প্রসঙ্গে বিডিওএসএনের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হাসান রবিন বলেন, মেয়েদের কোডিং দক্ষতা প্রদর্শনের পাশাপাশি তাদের আইডিয়াগুলোর বাস্তব প্রদর্শনের জন্য এ প্রকল্প প্রতিযোগিতার আয়োজন করা হয়। সারাজীবন আইসিটি সেক্টরের উন্নয়নে কাজ করা বাংলাদেশের নেতৃস্থানীয় সফটওয়্যার উদ্যোক্তা প্রয়াত লুনা শামসুদ্দোহার অবদানের সম্মানে, এই উদযাপনটির নাম তাঁর নামে দেওয়া হয়।

লুনা শামসুদ্দোহা ডেভ ম্যানিয়ায় মোট ২৪টি টিম তাদের প্রজেক্ট পিচিং করে। এর মধ্যে থেকে ৭টি টিমকে ফাইনালের জন্য বাছাই করা হয়। চূড়ান্ত পর্বে অংশ নিয়ে বিচারকদের রায়ে চ্যাম্পিয়ান হয় টিম ‘কনেকটিয়া’। ফাস্ট রানার্স আপ হয় ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলোজির ‘টিম লোয়ানা”এবং সেকেন্ড রানার্স আপ নির্বাচিত হয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ‘ড্রিম ডেভলপারস’। স্পেশাল মেনশন হিসেবে পুরস্কার পেয়েছে খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ‘টিম এইডো’।

চূড়ান্ত পর্বের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি ডিভিশনের বিগ-এর হেড অব অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেটর সিদ্ধার্থ গোস্বামী, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সভাপতি নাজনীন নাহার, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) এর বাংলাদেশ শাখার সহ-সভাপতি মুহাম্মাদ আলতামিশ নাবিল এবং আর্মি ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন, সাভারের সহকারী অধ্যাপক আফজাল হোসেন।

মূলত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণকে আরো বৃদ্ধি করার জন্য ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) এর একটি আন্তর্জাতিক উদ্যোগ হলো গার্লস ইন আইসিটি ডে। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত (STEM) ক্যারিয়ারে মেয়েদেরকে আরো উন্নতির জন্য এবং ডিজিটাল বিশ্বে দক্ষতা অর্জন করার উদ্দেশ্যে “Digital Skills for Life” থিমে এ বছর গার্লস ইন আইসিটি দিবস উৎযাপন করা হয়। এরই অংশ হিসেবে এ প্রকল্প প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  

উল্লেখ্য, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান দোহাটেক নিউ মিডিয়ার অনুপ্রেরনায় এবং এডভাইভের সহযোগিতায় লুনা শামসুদ্দোহা ডেভ ম্যানিয়া প্রকল্প প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

আইএসপিএবি ২০২৫ নির্বাচনে আমিনুল হাকিমের নেতৃত্বে ‘আইএসপি ইউনাইটেড’ প্যানেল

টেকভিশন২৪ ডেস্ক: আসন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের...

এআইনির্ভর গ্রাহক সেবা চালু করেছে এয়ারবিএনবি

টেকভিশন২৪ ডেস্ক: এয়ারবিএনবি অনেকটা চুপিসারেই যুক্তরাষ্ট্রে চালু করেছে তাদের...

সর্বশেষ

দেশে দক্ষতা ও নিরাপত্তা বৃদ্ধিতে ভূমিকা রাখছে মোবাইল ফোন

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল ফোনের কল্যাণে আরও স্মার্ট জীবন যাপন...

শাওমির ১০ কোটি টাকার ঈদ ক্যাম্পেইন

টেকভিশন২৪ ডেস্ক: আসন্ন ঈদ উল আযহাকে ঘিরে ১০ কোটি...

ডিআইইউতে ‘ইঞ্জিনিয়ার দিবস ২০২৫’ উদযাপিত

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকে রূপদানকারী প্রকৌশলীদের সৃজনশীলতা, উদ্ভাবন এবং অক্লান্ত...

দেশের প্রযুক্তি বাজারে এলো ফিলিপসের সর্বাধুনিক মনিটর

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ববিখ্যাত ইলেকট্রনিক্স ব্র্যান্ড ফিলিপস-এর নতুন মডেলের (ইভনিয়া...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img