ক্ষতিপূরণ বাংলালিংক-যমুনা ব্যাংককে আইনি নোটিশ সাকিবের

টেকভিশন২৪ ডেস্ক: ৫ কোটি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে দেশের তৃতীয় মোবাইল অপারেটর বাংলালিংক ও যমুনা ব্যাংককে আইনি নোটিশ পাঠিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান।

আজ রবিবার (২৪ জুলাই) সাকিবের পক্ষে লিগ্যাল নোটিশ পাঠান ব্যারিস্টার আশরাফুল হাদী। নোটিশে বলা হয়েছে, সাকিবের সঙ্গে বাংলালিংক চুক্তি করে ২০১৪ সালের জানুয়ারি মাসের শেষের দিকে। ২ বছরের চুক্তির মেয়াদ শেষ হয় ২০১৬ সালের জানুয়ারি মাসে। চুক্তিতে শর্ত ছিল, মেয়াদ শেষে সাকিবের ছবি ব্যবহার করতে পারবে না বাংলালিংক।

কিন্ত বাংলালিংক চুক্তি ভঙ্গ করে যমুনা ব্যাংককের এটিএম বুথসহ অন্যান্য জায়গায় সাকিবের ছবি ব্যবহার করে। এ ধরনের কাজ ঘৃণ্য, বেআইনী ও ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ধারা ২৬, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৪৪, কপিরাইট আইন ২০০০ এর ধারা ৮২, দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ৪০৬, ৪২০ লঙ্ঘন। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও কপিরাইট আইনে সাকিবের পক্ষ থেকে লিখিত জবাব দাবি করা হয়েছে।

নোটিশে আরও উল্লেখ আছে, ক্ষতিপূরণের পাশাপাশি সাকিবের ছবি ও স্বাক্ষর সংবলিত সব ধরনের ছবি প্রচার থেকে বিরত থাকতে হবে ও বাজার থেকে তা তুলে নিতে হবে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন